Tuesday, 29 May 2018

কাকের বাসা।

ভালো করে খেয়াল করে দেখুন ছবি টি তে একটি কাকের বাসা দেখা যাচ্ছে। কত গুলো বাচ্চা পাখি আছে। জানি না সে গুলো কাকের না কোকিলের কারণ কাকের বাসায় কোকিল ডিম পাড়ে।পশ্চিমবঙ্গের অবস্থাও এই কাকের বাসার মতো। প্রকৃত বাঙালিরা শহর থেকে পিছিয়ে আসছে গ্রামের বড়ো বড়ো রাস্তার পাশে যেখানে একসময় ভালো ফসল ফলত সেগুলো আজ বসতি। আর একটা বিশেষ ধর্মের মানুষ ছারপোকার মতো বংশ বিস্তার করে ছলেছে ধর্মের দোহাই দিয়ে। বাংলায় আর বাঙালির জায়গা হবে তো।