Thursday, 21 June 2018

বাঙালি হিন্দু কোথায়?

আজকের দিনে পশ্চিম বঙ্গের কেন, গোটা ভারত বর্ষের কোথাও সেই হিন্দু বাঙালি নেই যে গোটা দেশে হিন্দু জাতির নেতৃত্ব দিতে পারে। বাংলার শেষ হিন্দু রাজা যদি লক্ষণ সেন ধরা হয়, বাংলার হিন্দুদের পরাধীনতা সেই শুরু এক বিশেষ ধর্মের কাছে। বলবেন মাঝখানে ইংরেজ বা ব্রিটিশ শাসন ছিল। একটা অদ্ভূত ব্যাপার এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে ছিল তার নব্বই শতাংশ বাঙালি হিন্দু জাতির লোক ।কারণ মাষ্টার দা সূর্য সেন, রাস বিহারী বসু, নেতাজি সুভাষ চন্দ্র বসু এদের নাম তো স্বর্নাক্ষরে লেখা আছে। আরো অনেকে আছেন যারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরেছেন। যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শত সহস্র বীর ইংরেজ দের বিরুদ্ধে লড়াই করে ছিল। সেই হিন্দুরাই একটি বিশেষ ধর্মের কাছে মাথা নত করে দিয়েছে। দেশ স্বাধীন হবার সময়ে দুই বাঙালি বিদ্বেষী স্বঘোষিত নেতা প্রধানমন্ত্রী হবার লোভে (নেহরু আর গান্ধী)