গত দু দিন বিভিন্ন অন লাইন নিউজ পোর্টালে পড়ছি, যে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করলেই, হাসপাতালের মতো বিদ্যালয় গুলোতে ইন্টার্ন নিয়োগ করা হবে। এই ভাবে শিক্ষকের চাকরি ভালো না মন্দ সেই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আমাদের প্রিয় সনণ্মানীয়া মুখ্যমন্ত্রী শিক্ষক নিয়োগের যে পদ্ধতি বলেছেন। এই পদ্ধতি এক সময় সর্ব শিক্ষা শুরু করে ছিল পাঁচ শ টাকার পার্শ্ব শিক্ষক নিয়োগের মধ্যে দিয়ে। সেই শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে ছিল 2010 সালে এপ্রিল থেকে। এই ভাবে শিক্ষকের চাকরি আদৌ সম্ভব কীনা পরের কথা কারণ যারা টেট দিয়ে বসে আছে কিম্বা যে ছেলে মেয়েরা ট্রেনিং নিয়ে বসে আছে, তারা কোর্টে মামলা রুজু করে দেবে। আর যদিও এই নিয়োগ হয় তবে আগামী দিনে তাহলে সিভিক পুলিশ হয়ে দাঁড়াবে এরা কম বেতনে শিক্ষক যেখানে শিক্ষকরা prt স্কেল দাবি আর করতে পারবে না, ওরকম দাবি হলেই ছাঁটাই করা হবে। আমি জানি না যে খানে আর টি এ্যক্ট অনুযায়ী এন সি আর টি ঈ বলে দিচ্ছে সকল শিক্ষকদের দু বছরের ট্রেনিং থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পঞ্চাশ শতাংশ বা স্নাতক হতে হবে। আমি দেখেছি উস্থি নামক শিক্ষক দের আন্দোলন ভাঙার নতুন দাওয়াই এটা তার সাথে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করার প্রয়াস। যেটা আর টি এ্যক্ট পশ্চিমবঙ্গের সনাতন শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করে দিচ্ছে। আমার মনে হয় এ সিদ্ধান্ত উনি একা নিয়েছেন, না বন্ধু এর পেছনে এমন একজন আছেন, যিনি কিছুতেই শ্রমিকদের বেতন দিতে চান না। কি করে কম বেতন দিয়ে কাজ করানো যায় তার ব্যবস্থা করা। আবার উল্টো হতে পারে সম বেতনের দাবিতে আন্দোলন আরও জোরদার হতে পারে। সম কাজে সম বেতন এটা সুপ্রিম কোর্টের রায় কিন্তু মানছে কে, তাহলে এই ঘোষণা করা হতো না। শিক্ষিত বেকার ছেলে মেয়ে তে রাজ্য ভরে গেছে কিছু বেকার এগিয়ে আসবে শাসক দলের লোক বাড়বে। আর এই নিয়োগ দু হাজার টাকা বেতনে শিক্ষক নিয়োগের জন্য কত টাকা তোলা দিতে হবে । এখন তো শিক্ষকের চাকরি এমনকি বদলি পেতে টাকা লাগে। বদলি তো বন্ধ হয়ে গেছে, আগে সাধারণ ভাবে আবেদন করলে বদলি হওয়া যেত, একটু সময় লাগত বটে কিন্তু বদলি হতো, এখন তার উপায় নেই বহু কাঠ খড় পড়াতে হবে, নেতা মন্ত্রী ধরতে হবে চাহিদা মতো ব্যবস্থা করতে হবে, তার পর যদি সিকে ছেঁড়ে। এতো আলোচনা করে লাভ নেই, আগে নিয়োগ হোক তার পর দেখা যাবে। আমি একটা পরামর্শ দিতে পারি সনণ্মানীয়া যদি গ্রহন করেন ভালো হয়। আপনি ট্রেনিং প্রাপ্ত দের কেবল শুরুর বেসিক পে দিয়ে নিয়োগ করুন দুবছর যদি যদি তিনি ভালো কাজ করে তবে চাকরি কনফার্ম করে পূর্ণ বেতন দেবেন, কারও কথায় আপনি বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এরকম ছেলে খেলা করবেন না। অন্তত সম কাজে সম বেতন এটা মানুন যাতে মানুষের ভালো হয়। আর বেশি কিছু লিখেছি না সব শেষে প্রণাম নেবেন।
No comments:
Post a Comment