Sunday, 9 June 2019

মনে হচ্ছে, বর্তমান শাসক দল আর শাসন ভার বহন করতে পারছে না। চাইছে, রাষ্ট্রপতি শাসন!

বর্তমানে রাজ্যের শাসক দল মনে হয়, আর রাজ্য শাসন করতে চাইছে না। বাম আমলে শেষে এবং এই সরকারের আগমন থেকে আজ পর্যন্ত রাজনৈতিক সংঘর্ষ প্রতি নিয়ত ঘটছে, আর ভোট এলে তা বাড়ে, পুলিশ কে মারা, বিরোধী দলের প্রচার বা কোন সমাবেশে মিটিং মিছিল করার অনুমতি নেই এই রাজ্যে, অথচ তিনি অর্থাৎ বর্তমান শাসক দল বাম আমলে লাগাতার বনধ, ধর্মঘট, মিটিং মিছিল করে, রাজ্যের শিল্প সম্ভবনা কে ধুলিসাৎ করে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে ছিল। জঙ্গল মহলে প্রতিনিয়ত মানুষ খুন, লাশ পড়ছে, সেই সময় আর আজ বেগম সাহেবা পশ্চিম বঙ্গ কে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছে। সেই জন্যেই বাংলাদেশের স্বাধীনতার শ্লোগান " জয় বাংলা" কে নিজের দলের শ্লোগানে পরিনত করেছে। তিনি তার কর্মী দের নির্দেশ দিয়েছেন ভোটের পর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। পুলিশের কথা বলে লাভ নেই, এ রাজ্যে পুলিশ বলে কিছু নেই, না হলে পুলিশ মন্ত্রী নিজেই আইন শৃঙ্খলা আনতে ঘর ছাড়া দের ফেরাতে ভাট পাড়ায় ধরনায় বসতে যায়। পুলিশের মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে, টেবিলের নীচে লুকানো, মার খাওয়া কান ধরে উঠবস, পুলিশ কে বোম মারা আরও কত কি, এর পর আর পুলিশের ক্ষমতা নেই, রাজ্যে বেগম সাহেবার বিরুদ্ধে যায়। আর রাজ্যের গুণ্ডা বাহিনী জানে বেগমের দলে থাকলে কেউ টিকি ছুঁতে পারবে না। উনি চাইছেন রাজ্যের মানুষ অস্ত্র তুলে নিক আবার ছে চল্লিশ সালের মতো দাঙ্গা হোক, বা বাহাত্তর সালের মতো গৃহ যুদ্ধ হোক, তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। উনি বলতে পারবেন, দেখ বি জে পি সরকার আমার নির্বাচিত সরকার টা ভেঙে দিয়ে ভোট চাইতে শুরু করেছে। ক্ষমতার এতো লোভ, এরা ক্ষমতা লোভী দল ইত্যাদি প্রচার করে সহানুভূতি ভোটে জিতে আসবে সেই জন্যই একজন মুখ্যমন্ত্রী উস্কানি মুলক বক্তব্য রাখছেন। আগামী ভোটে রাজ্যে বি জে পি আসছে এটা পরিষ্কার তাই উনি নিজের ক্ষমতা ধরে রাখতে চাইছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। মনে আছে বাম আমলে তিনি কথায় কথায় 356 ধারা আর সি বি আই চাইতেন। আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে উনি ফিরিয়ে আনবেন না। রাজ্যে আইনের শাসন ফেরত আনলে ওনার ক্ষতি। এর প্রতিকার দুটো রাজ্য জুড়ে আন্দোলন, আর তাতে না হলে, ঝোপ বুঝে কোপ না এই বাংলা পশ্চিম বাংলা দেশ হয়ে যেতে বেশি দেরি লাগবে না। বাঙালি ঘুমিয়ে থেক না, অত্যাচারিত হবার পর কেবল কেঁদে আর অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। ঠাকুর স্বর্গ থেকে নেমে এসে তোমার সাথে যোগ দেবে না। নিজেদের বুদ্ধি দিয়ে এর মোকাবিলা করতে হবে। যদি প্রয়োজন হয় তবে ঠাকুরের দশ হাতের... গুলো রইল, কিছুটা আধুনিক অত্যাধুনিক... নিয়ে আসতে হতে হবে। এই রাজ্যের পুলিশ কিছু করবে না, কোনো শাস্তি হবে না। ঐ সমাজের কীট গুলো আগে সি পি আই এম করত এখন টি এম সি করছে, এবার দেখতে হবে, ঐ কীট গুলো যেন বিজেপি তে না ঢোকে। ওদের খতম করার জন্য মানুষ বিজেপি কে ভোট দিয়েছেন। তাদের মর্যাদা দিতে হবে, ওদের খতম করতে হবে, না হলে শ্যামা প্রাসাদের পশ্চিমবঙ্গ গঠন করার স্বপ্ন সফল হবে না। 

No comments:

Post a Comment