Friday, 20 September 2019

মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের প্রিয় দিদি কে অসংখ্য ধন্যবাদ।

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের প্রিয় দিদি দিল্লি থেকে ফিরে এসে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে NRC হচ্ছে না, অযথা আতঙ্কিত হবেন না, সরকারি যে কাজ গুলো চলছে যেমন রেশন কার্ড সংশোধন ও ভোটার তালিকা তৈরি ঐ কাজ গুলো করে ফেলুন। দিদর উপর ভরসা রেখে বলছি যাদের পুরাতন রেশন কার্ড জমা দিয়েছে নতুন কার্ড পাওয়ার জন্য এখনও পাইনি তাদের জন্যে কি ব্যবস্থা আছে, রেশনের জিনিস দরকার নেই কিন্তু ডিজিটাল কার্ডের জন্য নিজের পুরাতন কার্ড ও আধার কার্ডের জেরক্স সমেত জমা নেওয়া হয়েছে, আজ ছ মাসের উপর এখনও পর্যন্ত কোনও কার্ড পায় নি। আমিও আবেদন করেছিলাম কিন্তু দুর্ভাগ্য এখনও পর্যন্ত কোনও কার্ড ঝোটেনি আদৌ পাব কিনা জানি না। কারণ আমার কাছে কোন প্রমাণ নেই আবেদনের আমার কার্ড গেল নতুন পেলাম না পুরনো সেটাও জমা নিয়ে নেওয়া হয়েছে। আপনি এই লেখাটা পড়বেন কিনা জানি না, তবুও লিখছি। 

No comments:

Post a Comment