ছবি টি অন লাইন নীলকণ্ঠ খবরের কাগজ থেকে নেওয়া। আজ বিকেলের অন লাইন থেকে শুরু করে বিভিন্ন অন লাইন কাগজে বেড়িয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে দক্ষ এবং ভালো পুলিশ কমিশনার রাজীব কুমার কে সি বি আই সারদা তদন্তের বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে,কারণ তিনি রাজ্য সরকার যে সিট গঠন করে ছিল তার প্রধান ছিলেন। স্বাভাবিক ভাবেই তিনি সমস্ত নথি নিশ্চয়ই উদ্ধার করে ছিলেন।সুপ্রিম কোর্টের রায়ের সারদা তদন্তের দ্বায়িত্ব নেয় তখন থেকেই সেইসব নথি তিনি কিছুতেই সি বি আই কে দিচ্ছেন না। আমি তো 2013 সাল থেকে দেখছি, কেমন তদন্ত চলছে, প্রায় একশ জন এজেন্ট আত্মহত্যা করেছেন। আমাদের রাজ্যের দক্ষ পুলিশ কমিশনার তদন্তের নামে তাকে প্রহসনে পরিবর্তন করেছেন।সুপ্রিম কোর্টের রায়ে সি বি আই তদন্ত সেই তদন্তও তথৈবচ কাগজে পড়লাম ঐ অফিসার ও নাকি ঘুষ খেয়ে তদন্ত গুলিয়ে দিয়েছে। ঐ যে যা গেছে তা যাক। সত্যিই সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেও কোন লজ্জা সরম নেই, আবার বিবেক চেতনা উৎসব চলছে মহা ধূমধাম করে। আর নিজে দের বিবেক গুলো হারিয়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো দাম নেই, তারা গরু ছাগল, তাদের দু টাকা কিলো চালের ভিক্ষারি বানিয়ে ফেলেছে। কথা না শুনলে মৃত্যু অনিবার্য, কারণ বর্তমান সরকারের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই দল তথা সরকার মানুষ কে অবিশ্বাস করে, তাই সাধারণ মানুষের কী হলো দেখার দরকার নেই।গরীব মানুষের টাকা চিট হয়েছে, তাতে প্রায় লক্ষ টাকা বেতন পাওয়া দক্ষ অফিসারের কী আসে যায়। উনি তো সাধারণ মানুষের জন্য নয় মন্ত্রী নেতা দের সুরক্ষা দেখেন। নাম টা খুব ভালো রাজীব কুমার, রাজীব কথার অর্থ পদ্ম, পদ্ম কোথায় হয়? আমরা জানি পদ্ম জলাশয়ে হয়, আবার আমরা অনেকেই বলি পদ্ম পাঁকেই জণ্মায়। এবার আপনারা ভেবে দেখুন যা হয়েছে তা ঠিক হয়েছে, আর সেই কারণেই এই দক্ষ কমিশনার কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, খবরটা অন লাইন নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল ।
No comments:
Post a Comment