আমি ফেসবুকে বহু বন্ধুত্বের অনুরোধ পাচ্ছি। আমি অনেকেই চিনি না, জানি না, অথচ বন্ধুত্বের অনুরোধ আসছে। সকলের বন্ধুত্ব গ্রহণ করতে পারছি না, তার জন্য দুঃখিত, তবে এটা আমি এখানে পরিস্কার করে বলছি, যারা চোর কে চোর বলতে পারেন না। মিথ্যাবাদী কে মিথ্যাবাদী বলতে পারেন না। প্রতারক কে প্রতারক বলতে পারেন না। যারা টিভি চ্যানেল দেখন তবু ঘুষ নেওয়ার কথা বিশ্বাস করতে চান না, আগেও হয়েছে বলে justify করেন। আগের চোরদের ধরার জন্য 42 টা কমিশন হয়েছিল একটি ও চোরের হদিস মেলেনি। আগের সরকারের শেষ কয়েক বছর ধরেই খুন খারাপি চলছিল, মানুষ শান্তি পাবার আশায় পরিবর্তন করে দিয়েছিল। নিজের ভোট নিজে দেবে বলে পরিবর্তন করে দিয়েছিল, কিন্তু বর্তমানের শাসক দল এতো উন্নয়ন করে ফেলেছে, তবুও মানুষ কে বিশ্বাস করতে পারে না। আবার যারা বিশ্বাস করেন চাকরি পেতে হলে অনশন করতে হবে, গর্ভস্থ ভ্রুণ নষ্ট হলেও। যারা বিশ্বাস করেন 500 টাকা থেকে 5000 টাকা বা 10000 টাকা বেতনের চাকরি বা স্কুল টিচার হোক বা আই সি ডি এস লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে হবে। যারা বিশ্বাস করেন সিভিক পুলিশের নামে কিছু তোলা বাজ নিয়োগ করে, গাড়ি ধরে তোলা তোলা ঠিক। আরো অনেক কিছু আছে লিখলে শেষ করা যাবে না। যারা এসব চোখে দেখে কানে শুনে, কেবল দু এক বছর অন্তর কিছু টাকা পাওয়ার জন্য চোখ বন্ধ করে, অন্ধের মতো এই সরকার কে সমর্থন করেন তারা বন্ধুত্বের অনুরোধ পাঠাবেন না, এটা আমার বিশেষ অনুরোধ, যদি এরকম কেউ আমার বন্ধু থাকেন তাহলে তিনি আমাকে ব্লক করুন, কারণ আমি অন্যায় কে অন্যায় আর সত্যি কথা বলতে জানি। আমি একটু সহজ সরল মানুষ তাই অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না।
No comments:
Post a Comment