Tuesday, 9 April 2019

নন্দীগ্রাম আজকের ঘটনা সি পি আই এম পার্টি অফিসে কালো পতাকা লাগিয়ে দেওয়া।

ছবি টি অন লাইন কলকাতা 24 *7 থেকে নেওয়া ।নন্দী গ্রামের সি পি আই এম পার্টি অফিসের ছবি, গত দু দিন আগে ঘটা করে যে অফিস খোলা হয়েছিল, মানুষ সেটি বন্ধ করে দিয়ে কালো পতাকা লাগিয়ে দিয়েছে। উক্ত অন লাইন নিউজের দাবি বা লেখা হয়েছে, মানুষ বলছেন, সি পি আই এম হার্মাদ রা মানুষ খুন করে দেহ লোপাট করে দিয়েছেন, এখন অনেকেই খুঁজে পাওয়া যায়নি। আমি ঐ সকল মানুষের সাথে একমত আমার একটা প্রশ্ন আছে, সি পি আই এম হার্মাদ রা করুক আর জহ্লাদরা করুক, ঘটনার জন্য মানুষ বামফ্রন্ট সরকার কে রাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সবথেকে বড়ো কথা, নন্দীগ্রাম ও সিঙ্গুর দু টো ঘটনায় সি বি আই তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছেন, বর্তমান সরকারের কাছে তাহলে যারা অপরাধী তাদের ধরল না কেন? আমি ও খান কার সি পি আই এম দলের যারা করেছে বলে অভিযোগ তাদের নাম নিশ্চয়ই ঐ তালিকায় নেই, তাহলে আজ আট বছর ক্ষমতা আছেন সব কটা কে ছেড়ে রেখে দিত! যার বাইকে চেপে ঘুরে বেড়াতেন তিনি এখন জেলে, তাহলে কি বলা যাবে যারা ঐ কালো পতাকা লাগিয়ে দিয়েছেন, তারা অশিক্ষিত বা তাদের সত্যিই ঘটনা বলা হয়নি, যে ঐ ঘটনার সি বি আই রিপোর্ট জমা পড়েছে প্রায় চার পাঁচ বছর আগে, আমার সন্দেহ হয় তাদের শিক্ষা নিয়ে। দেখুন মানুষের মৃত্যু আমাকে ভীষণ কষ্ট দেয়, আরো কষ্ট দেয় যখন দেখি আসল খুনি ঘুরে বেড়ায় আর অপরাধ না করে ধরা পড়ে, ভাবুন বিধায়ক খুন তরতাজা যুবক তুষার সে এবং আরও অনেক এরা সবাই শাসক দলের লোক তাও এদের প্রাণ দিতে হলো। আর সিঙ্গুর সে তো আমরা চোখে দেখছি, তাপসী মালিক মারা গেল তার মৃত দেহ নিয়ে যারা বলল অপরাধী শান্তি পাবে সে সি বি আই রিপোর্ট জমা পড়েছে, কিন্তু কোন কিছু হয়নি, উল্টে নেতাদের ভাগ্য পাল্টে গেল। আরেকটা অনেক দিনের ঘটনা, শাসক দলের শহীদ দিবস পালন করে যার জন্য। আমি ফেসবুক থেকে নেওয়া ছবি টি এখানে দিচ্ছি পড়ে নেবেন ।

No comments:

Post a Comment