ছবি দেখে ভাবলে হবে না। ঐ বাড়ি আমার বাড়ি। ওটি সমাজের সবচেয়ে ভালো মানুষের। যে অপর কে নিজের অধীনে দেখতে ভালো বাসে যে অপরের নিজের বলে সহজে গ্রহণ করতে পারে। নিজেকে খাঁটি প্রতিবেশী বলে দাবী করে। পাশের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না পৌঁছয় তার ব্যবস্থা করে। পাড়ার কোনো ব্যক্তি কিছু উন্নতি, করলে
বাধা দেবার ব্যবস্থা করে।
এই ব্যক্তি নিজেকে সঠিক প্রতিবেশী বলে দাবী করে। এই ব্যক্তি তাপস মাজি, হেমন্ত দাস নামে এক ঘুস খোর কে দিয়ে জমি জরিপ করিয়ে অপরের জমি দখল করে ভোগ করে।
এই ব্যক্তিটি নাকি সঠিক প্রতিবেশী।. আমার পুরনো বাড়ি টি এর উল্টো দিকে টালির ছাউনি দেওয়া। "গুড সামারিটন" জেশস ক্রাইস্টের জীবনের একটি কাহিনি পড়ে ছিলাম, যেখানে আহত ব্যক্তিকে কেউ সাাহায্য করে নি। সকলেে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু সুুদূরসমরবাসীয় তাাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে ছিলেন। ঐ সমর দেশ বাসি পরদেশীও হলেও সেই ছিল প্রকৃত প্রতিবেশী। তাহলে ঐ ব্যক্তি টি কি প্রকৃত প্রতিবেেশী?
বাধা দেবার ব্যবস্থা করে।
এই ব্যক্তি নিজেকে সঠিক প্রতিবেশী বলে দাবী করে। এই ব্যক্তি তাপস মাজি, হেমন্ত দাস নামে এক ঘুস খোর কে দিয়ে জমি জরিপ করিয়ে অপরের জমি দখল করে ভোগ করে।
এই ব্যক্তিটি নাকি সঠিক প্রতিবেশী।. আমার পুরনো বাড়ি টি এর উল্টো দিকে টালির ছাউনি দেওয়া। "গুড সামারিটন" জেশস ক্রাইস্টের জীবনের একটি কাহিনি পড়ে ছিলাম, যেখানে আহত ব্যক্তিকে কেউ সাাহায্য করে নি। সকলেে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কিন্তু সুুদূরসমরবাসীয় তাাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে ছিলেন। ঐ সমর দেশ বাসি পরদেশীও হলেও সেই ছিল প্রকৃত প্রতিবেশী। তাহলে ঐ ব্যক্তি টি কি প্রকৃত প্রতিবেেশী?
No comments:
Post a Comment