Friday, 24 November 2017

আজকের কাগজে দুটি খবর।

প্রথমত এবেলা ইন এ পড়লাম, কন্যা সন্তান জন্ম দেবার জন্য বধূ নির্যাতন। এটি ঘটেছে বাগুই আটির জোড়া মন্দির তলায়। আজকের এ ঘটনা নতুন কিছু নয়। কাউকে নাড়া দেয় না, জানি না। কিন্তু জানতে হবে যে কন্যা সন্তান কোনো অংশে কম নয়। আজকের দিনে এটা খুবই খারাপ খবর, যখন পশ্চিমবঙ্গে ছেলে দের তুলনায় মেয়েদের সংখ্যা কম। যদিও অন্য অনেক রাজ্যের থেকে বেশি। যে টুকু কম তাতেই নাবালিকা বিবাহ করতে বাধ্য হচ্ছে, এই রাজ্যের নাবালিকা বিবাহ বেশি। কন্যা সন্তানের কেন্দ্র ও রাজ্য সরকারের দুটি প্রকল্প চালু আছে, বেটি বাঁচাও বেটি পড়াও এবং কন্যাশ্রী। তবুও মানুষ সচেতন নয়, কারণ সামাজিক ভারসাম্য রক্ষা করতে এটা খুবই জরুরি।
আর একটি খবর পড়লাম 24 ঘন্টার খবর দেখে শিক্ষা মন্ত্রী বলেছেন, ইংরেজি শেখানো জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। খুবই ভালো খবর, আমি আজ এখানে একটু অন্য কথা বলছি। কিছু মনে করবেন না, অন্য ভাবে নেবেন না। বাম আমলের শেষে এসে প্রথম শ্রেণী থেকে ইংরেজি চালু হয়েছিল। তখন শিক্ষক দের প্রশিক্ষণ শিবির হয়ে ছিল, কোনো এক বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে। তখন প্রথম শ্রেণীতে পড়াবার মতো একটা বই ছিল। বই টি অল্প পাতার, তাতে কিছু ত্রুটি ছিল। এখন আমার বই এ পড়ার মতো ইংরেজি নেই যে টুকু আছে তাঐ বয়সের বাচ্ছারা অনেক আগেই শিখে এসেছে। মনে রাখতে হবে এখন কার প্রাক প্রাথমিক তখন প্রথম শ্রেণী ছিল। আর দ্বিতীয় শ্রেণির আমার বই এর ইংরেজি প্রথম শ্রেণীর আমার বই এর সঙ্গে মেলে না। দু একটা বাক্য আর শব্দ এই ইংরেজি পড়ে তারা যখন তৃতীয় শ্রেণিতে এল তখন পড়ে অথৈ জলে, এমন বড়ো বড়ো গল্প ইংরেজিতে পড়তে হয় যে অনেক ছাত্র ছাত্রী ভয় পেয়ে যায়। তার যা শব্দ চয়ন সত্যিই দূর্লভ। ছাত্র ছাত্রী রা উচ্চারণ করতে পারে না।
আগে বই পাল্টাতে হবে, প্রাক প্রাথমিক শ্রেণী থেকে ইংরেজি চালু করতে হবে। আর সরকারী শিক্ষা প্রতিষ্ঠান কে বাঁচাতে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রোজেক্টর দিতে হবে, ইংরেজি ভাষা শিক্ষার অনেক গ্যাজেট আছে সে সবের ব্যবস্থা করতে হবে। বিদ্যালয় গুলিতে বিনা খরচে বিদ্যুৎ  দিতে হবে। কম্পিউটার দিতে হবে। শুধু বাম আমলের মতো প্রশিক্ষণের ব্যবস্থা করে টাকা খরচ করে কি লাভ? বাম আমলে এই প্রশিক্ষণ গুলো হতো ক্যাডার মাস্টার দিয়ে, গুরুপ করে বসো আলোচনা করো বল। খাও ও বাড়ি যাও। স্কুল কম শিক্ষক তবুও প্রশিক্ষণের নামে পড়াশোনা লাটে উঠত। এখন এই সরকার ও শুরু করেছে সেই ব্যবস্থা। দয়া করে আগে গোড়ায় গলদ দূর করুন।

No comments:

Post a Comment