Tuesday, 21 November 2017

আমি ও ফেসবুক

আজ দু তিন দিন ধরে একটা ব্যাপার আমি লক্ষ করছি। আমার ফেসবুক একাউন্টে প্রায় তিনশ লোক বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছেন। আমি জানি ও চিনিও তাঁরাও আমাকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছেন। এই দুই তিন দিন আগে আমার ফেসবুকে বন্ধু ছিল মাত্র সাত জন। এখন প্রায় তিনশোর কাছে। কার কোথায় বাড়ি, কার একাউন্ট ফেক কিছুই জানি না। হঠাৎ করে আমার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। না কি অন্য কিছু। আমি জানি ফেসবুক লাইক, শেয়ার আর সামান্য কিছু লেখার জন্য। কারণ এমন কিছু আমি আমি ফেসবুক পোস্ট করতে পারি না। আমি কারও বন্ধুত্বের অনুরোধ ফেরাই বেছে বেছে বন্ধু করা হয় নি। অনেক তাই করেন, জানি না আমি ভুল করলাম না তো। আমি একটা কথা জানি যেটি বেদের কথা, "বাসুদেবায় কুটুম্ব বকম" পৃথিবীর সকল মানুষ আমার আত্মীয়। সনাতন হিন্দু ধর্ম কখনো কাউকে ছোট করে না।
ফেসবুকে অনেক রকম লেখা থাকে যা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে। এই লেখা ছোট কবিতা, কত রকম স্টাইলে তোলা ছবি। আর বিজ্ঞাপন, কার কত উপকার হয় জানা নেই। যদি রাজনৈতিক দল হয়, তাহলে তো বর্তমান শাসক দল গত বিধানসভা নির্বাচনে হেরে যেতো। কিন্তু ভয় দেখিয়ে হোক জোর করে হোক আর ভালোবাসায় হোক নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু যাদের ব্যবহার করে এরা ভয় দেখিয়ে যাচ্ছে, সেই প্রান্তিক মানুষ গুলো পয়সা জন্য হোক, আর একটু কাজের জন্য হোক, আর একটু খাবার জন্য হোক এরা নিজেদের মধ্যে মারামারি করে যাবেই। যে ছেলেটি আজ ফেসবুকে সরকার বিরোধী কথা বলছে বা প্রচার সেই আবার আসছে নির্বাচনে ভয়ে হোক বা ভক্তি তে ভোট দিয়ে আসবে। তাই ওসব প্রচার করে লাভ কী?

No comments:

Post a Comment