Wednesday, 22 August 2018

(১ম অংশ) বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পদ্ধতি মন্ত্র সহ।

ষষ্ঠীর বোধন (পূজা পুরো টা বিল্ববৃক্ষে, পণ্ডিতেরা নিজ গুণে ক্ষমা করে দেবেন আমি জানি না মন্ত্রের কোন কপি রাইট হয় কিনা। কারণ আমি অনেক রকম বই পড়ে মন থেকে এসব লিখছি কোন পাণ্ডিত্য দেখা বার জন্য নয়। যদি কারো কাজে লাগে ভাল লাগবে। আবারও বলছি পণ্ডিতেরা নিজ গুণে ক্ষমা করে দেবেন কেমন।) বিল্ব বৃক্ষের পূজা।
দিয়ে পূজা শুরু হয়। ষষ্ঠী পূজোর করনীয় ক্রীয়ার সূচি পত্র। ১)আচমন
২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ।৪)স্বত্ত্বি সূক্ত ৫)সাক্ষ্য মন্ত্র ৬)বরণ (গৃহে পূজা হলে গৃহ কর্তা পুরোহিত ও তন্ত্র ধারক কে বরণ করে নেবেন) ৭)সংকল্প ৮)সংকল্প সুক্ত ৯)পঞ্চগব্য শোধন ।
১০)অধিবাস (ক) বরণডালা নিয়ে। (খ) মন্ত্রে
১১)সামান্য অর্ঘ স্থাপন ১২)দ্বার পূজা ১৩) বিঘ্ন অপসারণ
১৪)মাসভক্ত বলি ১৫ )আসন শুদ্ধি ১৬ )পুষ্প শুদ্ধি। ১৭) )প্রানায়াম ১৮ )কর শুদ্ধি। ১৯ )সংক্ষেপে ভুতশুদ্ধি। ২০)মাতৃকান্যাস ২১)অন্তর্মাতিকা ন্যাস ।২২)বাহ্য মাতৃকান্যস। ২৩ )সংহার মাতৃকান্যাস ২৪)পীঠন্যাস  ২৫)করন্যাস ২৬ )অঙ্গন্যাস ২৭ )ব্যাপক ন্যাস। ২৮ ঋষ্যাদি ন্যাস ।(কী প্যাডে রী কার না থাকার বানান ভুল হলো)
২৯ )ধ্যান ৩০)মানসপূজা ৩১ )বিশেষ অর্ঘ্য স্থাপন। ৩২ )পীঠ পূজা ৩৩ )ঘট স্থাপন। ৩৪ )কাণ্ড রোপন। ৩৫ ) সূত্র বেষ্ঠন ৩৬ )বেদি শোধন ৩৭ ) বিতান শোধন ।৩৮ )আবাহন
(ষষ্ঠী পূজা যেহেতু ঘটে তাই চক্ষু দান ও প্রাণ প্রতিষ্ঠা হবে না।) ৩৯ )পঞ্চ দেবতার পূজা ক) গনেশের পূজা খ) সূর্যের পূজা গ) বিষ্ণুর পূজা।
ঘ) শিবের পূজা ঙ) দুর্গা পুজা ৪০)ধ্যান করে প্রধান পূজা
৪১)পুষ্পাঞ্জলী ৪২ )প্রণাম ৪৩ )আরতি
এবার মন্ত্র :- ১)আচমন :- ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
২)বিষ্ণু স্মরণ :- ওঁ তদ্ব বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দ্বিবীব চক্ষুরাততম । ওঁ অপবিত্র পবিত্র বা গত হোপি বা যৎ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং
স্ব বাহ্য অভ্যান্তর শুচি। সর্ব মঙ্গল্য মঙ্গল্যে বরদাং বরনাং শুভম ।প্রারম্ভে সর্ব কর্মেন বিপ্র পুণ্ডরীকং স্মরেদ্ধরিম ।মাধব মাধব বাচী মাধব মাধব হৃদি স্মরণ্তি সাধব সর্বকার্যেসু মাধবম ।ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু।
৩)স্বত্ত্বি বাচন :- ওঁ কর্তব্যহোস্মিন কালিকা পুরান অন্তর্গত বার্ষিক শরৎ কালীন শ্রী শ্রী ভগব দুর্গা পূজার অন্তর্ভুক্ত বিল্ববৃক্ষাধিকরণে ষষ্ঠীর বোধন পূজা কর্ম্মানি ওঁ পূন্যাহম ভবন্তু ব্রুবন্তু ওঁ পূন্যাহম ভবন্তু ব্রুবন্তু ওঁ পুন্যাহম ভবন্তু ব্রুবন্তু ওঁ পুন্যাহম ওঁ পুন্যাহম ওঁ পুন্যাহম ।
ওঁ কর্তব্যহোস্মিন কালিকাপুরান অন্তর্গত বার্ষিক শরৎকালীন শ্রী শ্রী ভগব দুর্গা পূজার অন্তর্ভুক্ত বিল্ববৃক্ষাধিকরণে ষষ্ঠীর বোধন পূজা কর্ম্মাণি ।
ওঁ স্বত্ত্বি ভবন্তু ব্রুবন্তু ওঁ স্বত্ত্বি ভবন্তু ব্রুবন্তু ওঁ স্বত্ত্বি ভবন্তু ব্রুবন্তু ওঁ স্বত্ত্বি ওঁ স্বত্ত্বি ওঁ স্বত্ত্বি ।
ওঁ কর্তব্যহোস্মিন কালিকাপুরান অন্তর্গত বার্ষিক শরৎকালীন অন্তর্ভুক্ত ষষ্ঠীর বোধন পূজা কর্ম্মাণি
ওঁ ‌ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওঁঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওঁ ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ।ওঁ ঋদ্ধতাম ওঁ ঋদ্ধতাম ওঁ ঋদ্ধতাম ।
৪)স্বত্ত্বি সূক্ত :-ওঁ সোমং রাজনং বরুবরুণাগ্নিম্বারভামহে আদিত্যং বিষ্ণু সূর্য ব্রহ্মণাঞ্চ বৃহস্পতিম। স্বত্ত্বি ন ইন্দ্র বৃদ্ধ শ্রবা স্বত্ত্বি ন পূষা বিশ্ববেদা। স্বত্ত্বি নর্ত্রক্ষ অরিষ্ঠানমি ।স্বত্ত্বি ন বৃহস্পতির দধাতু। ওঁ স্বত্ত্বি ওঁ স্বত্ত্বি ওঁ স্বত্ত্বি ।
৫)সাক্ষ মন্ত্র :-ওঁ সোমং যমং কালং সন্ধ্যা ভূতানহক্ষপা পবনদিকপতি ভূমিরাকাশং। ব্রাহ্মণ শাসনমাস্ত্রায় কল্পধিহম ।
৬)বরণ :- গৃহে পূজা হলে এটি করতেই হবে)
যযমান :- সাধু ভাবানান্তাম। পুরোহিত :- সাব্ধমাসে যযমান :- অর্চ্চায়স্মি ভবন্তাম ।
পুরোহিত :- অর্চ্চায়াস্ম। যযমান :- এতানি গন্ধ পুষ্প যজ্ঞ উপবীতানি বস্ত্রাঙ্গুরীয় পুজক ব্রাহ্মণায় নম ।পুরোহিত :- ওঁ স্বত্ত্বি। যযমান :- ওঁ বিষ্ণুরোম তৎসদ্য (কর্তা অব্রাহ্মণ হলে বলবে "বিষ্ণুমোহর্দ্দ") অদ্য আশ্বিন মাসে শুক্ল পক্ষে কন্যা রাশিস্থে ভাস্করে পাদ্যাভি গন্ধাভি নৈবেদ্যাভি
সহ শ্রী শ্রী ভগব দুর্গা মহা পূজা কর্মণ মহং বৃণে
ব্রাহ্মণ :- ওঁ বৃহস্পতিম ।যযমান :- পূজন কর্ম যথা জ্ঞান কুরুবাণি। ব্রাহ্মণ ::- যথা জ্ঞান কুরু।
৭ )সংকল্প :- ওঁ বিষ্ণুরোম তৎসৎ অদ্য আশ্বিন মাসে শুক্ল পক্ষে কন্যা রাশিস্থে ভাস্করে ষষ্ঠান্তিতিথৌ
চতুবর্গসিদ্ধি কাম অমুক গোত্র অমুক দেবশর্ম্মণ মৎ সংকল্প কৃত অমুক গোত্র অমুক নাম বার্ষিক শরৎকালীন কালিকা পূরান অন্তর্গত শ্রী শ্রী ভগব দুর্গা মহা পূজা কর্মাঙ্গভূত বিল্ব বৃক্ষাধীকরণে ষষ্ঠীর বোধন পূজা করিষ্যমি (নিজের বাড়িতে হলে করিষ্যে এবং মৎ সংকল্প কৃত বাদ যাবে)
৮)সংকল্প সূক্ত :- (সাম বেদের) দেবব দ্রবিনোদা পূর্ণাং বিবষ্ঠাসিঞ্চম ।উদ্বা সিঞ্চধ্বমূপ বা পৃনধ্বমিদিদ বো দেব ওহতে। তন্মেনম: শিবায় সংকল্পায় মস্তূ অয়ম শুভ আরম্ভ ভবতু।
(যজু বেদ) ওঁ যজাগ্রত দূরা দূরমুদৈতি তদুসুপ্তস দৈবং তথৈবেতি দূরাঙ্গম জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে নম শিবায় সংকল্পায় মস্তু অয়ম শুভারম্ভ ভবতু ।
৯)পঞ্চ গব্য শোধন :- সকল দ্রব্যের আলাদা করে মন্ত্র আছে। না হলে কেবল গায়ত্রী পাঠ করে শোধন করতে হয়।
১০)অধিবাস :-( ক) এতে গন্ধে পুষ্পে ওঁ গাং গনেশায় নম:
এতে গন্ধে পুষ্পে ওঁ শ্রী বিষ্ণবে নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ শ্রী গুরবে নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ নম শিবায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ হ্রীং দুর্গায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ নারদা দি পার্শ্ব দেবভ্য নম। এতে গন্ধে পুষ্পে ইন্দ্রাদি দশদিক পালভ্য নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ মৎস্যাদি দশাবতারেভ্য নম।এতে গন্ধে পুষ্পে ওঁ কল্যাদি দশম মহাবিদ্যাভ্য নম। এতে গন্ধে পুষ্পে ওঁ ইষ্ট দেবদেবীভ্য নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ কুল দেবদেবীভ্য নম।
১০)অধিবাস (খ)বরণ ডালা নিয়ে অধিবাস :- (এখানে সমগ্র বরণ ডালার প্রতিটি বস্তু নিয়ে মন্ত্র আছে, মাটি থেকে শুরু সূত্র পর্যন্ত আমি সংক্ষেপে লিখছি) অনেন প্রসস্তি পাত্রে ন ওঁ হ্রীং শ্রী শ্রী বিল্ব বৃক্ষ বাসীনি দুর্গায় নম। (এবার ঐ পাত্র চরণে পাঁচ বার আর মধ্যে তিন বার এবং মুখমন্ডলে তিন বার, কপাল ও চরণে ঠেকিয়ে যদি প্রতিমা থাকে তবে করবেন নচেৎ বরণ ডালা ঠেকিয়ে নেবেন ঘটে সুত্র বাঁধতে হবে না। ষষ্ঠীর বোধনের শেষে দেব দেবীর হাতে সুত্র বাঁধবেন। এবার সুত্র বাঁধার মন্ত্র।(অধিবাসের মধ্যে )সূত্র বন্ধন মন্ত্র :- ওঁ সূত্রাং পৃথিবীং দাম্যনেহেসং সুশর্মান সুপ্রনীতিম ।দৈবাং নাবাং সরিত্রানামনাগম স্রবন্তি মারুহ মা স্বস্তয়ে। অনেন মঙ্গল সূত্রেন ওঁ হ্রীং দুর্গায়ৈ নম ।(এই ভাবে সকল দেব দেবীর হাতে বাঁধতে হবে।দেবী হলে বাঁ হাতে আর দেব হলে ডান হাতে।)
১১) সামান্য অর্ঘ্য :- (ভূমিতে ত্রিকোন মণ্ডল এঁকে নিয়ে তার উপর পূজা)
এতে গন্ধে পুষ্পে ওঁ আধার শক্তয়ে নম। এতে গন্ধে পুষ্পে ওঁ কুর্ম্মায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ অনন্তায় নম ।এতে গন্ধে পুষ্প ওঁ পৃথীবৈ নম ।
"ওঁ হ্রীং ফট নম ।"কোষায় জল ভরতে হবে। তার পর। কোষার অগ্র ভাগে এই তিনটি মন্ত্রে ফুল দিতে হবে। "ওঁ অং অর্কমণ্ডলায় দ্বাদশ কলাত্মানে নম, ওঁ উং সোম মণ্ডলায় ষোঢ়শ কলাত্মানে নম, ওঁ মং বহ্ণি মণ্ডলায় দশ কলাত্মানে নম।" এবার অঙ্কুশ মুদ্রায় জলে হাত দিয়ে মন্ত্র পাঠ করতে হবে।" ওঁ গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহোস্মিন সন্নিধিংকরু।"
১২) দ্বার পূজা :- ওঁ দ্বার দেবতা গন ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহসন্নিরুদ্ধ ইহসন্নিরুদ্ধম অত্রা ধিষ্ঠাং করু মম পূজাং গৃহান ভব ।
সংক্ষেপে :- এষ গন্ধ ওঁ দ্বার দেবগন ভ্য নম।
এতৎ পুষ্পম ওঁ দ্বার দেবগন ভ্য নম। এষো ধূপ দ্বার দেবগন ভ্য নম। এষো দীপ দ্বার দেবগন ভ্য নম। এতৎ নৈবেদ্যম ওঁ দ্বার দেবগন ভ্য নম।
এতে গন্ধে পুষ্পে ওঁ গাং গনেশায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ মহালক্ষ্মীয়ৈ নম ।এতে গন্ধে পূষ্প ওঁ ক্ষাং ক্ষেত্রপালৈ নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ গাং গঙ্গায় নম। এতে গন্ধ পূষ্পে ওঁ যাং যমুনায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ অস্ত্রায় নম ।।
১৩)বিঘ্ন অপসারণ :- ওঁ অস্ত্রায় ফট ।( বাঁ পায়ের গোরালি দিয়ে ভুমিতে আঘাত করতে হবে ।)

No comments:

Post a Comment