২৫) করন্যাস :- ওঁ হ্রাং অঙ্গুষ্ঠাভ্যাং নম। ওঁ হ্রীং তর্জনীভ্যাং স্বাহা। ওঁ হ্রুং মধ্যমাভ্যাং নম বষট। ওঁ হ্রৈং অনামিকা ভ্যাং হুং। ওঁ হ্রৌং কনিষ্ঠাভ্যাং বৌষট। ওঁ হ্র: করতল পৃষ্ঠা ভ্যাম অস্ত্রায় ফট।
২৬) অঙ্গ ন্যাস :- ওঁ হ্রাং হৃদয়ায় নম। ওঁ হ্রীং শিরসি স্বাহা। ওঁ হ্রূং শিখায় বষট। ওঁ হ্রৈং কবচায় হুং। ওঁ হ্রৌং নেত্রায় বৌষট। ওঁ হ্র:করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট।
২৭) ব্যাপকন্যাস :- ওঁ হ্রীং( মন্ত্রে চার পাশে হাত প্রসারিত করে সঞ্চালিত করতে হবে) ।
২৮) রীষ্যাদিন্যাস :- ওঁ শ্রী শ্রী ভগবতী বিল্বশাখা বাসিনী দুর্গা নারদ রীষয়ে গায়ত্রী ছন্দেসে মম কাম সিদ্ধার্থ দুর্গা পূজা কর্মণে বিনিয়োগ। ওঁ নারদ রীষয়ে নম ।ওঁ গায়ত্রী ছন্দসে নম ।ওঁ শ্রী শ্রী ভগবতী বিল্ব শাখা বাসিনী দুর্গায়ৈ নম।
২৯) ধ্যান :- ওঁ চতুরভূজং রজতাভং বিল্ব বৃক্ষং বৃষোস্থিতম ।নানালঙ্কার বিভূষিতম জটা মণ্ডল ধারিনিম। বরা ভয় করং খড়্গ খটাঙ্গ ধারীনীম ।ব্যাঘ্র চর্ম্মাম্বর ধরং শশী মৌলি ত্রিলোচনাম।
৩০)মানস পূজা :- নিজের শরীরকে পুষ্প আর মনকে নৈবেদ্য করে নিবেদন করা হল মানস পূজা।
৩১)বিশেষ অর্ঘ্য স্থাপন :- ( ত্রিকোন মণ্ডল এঁকে বা ত্রিপাদিকায় পূজা) এতে গন্ধে পুষ্পে ওঁ আধার শক্তয়ে নম। এতে গন্ধে পুষ্পে ওঁ কুর্ম্মায় নম । এতে গন্ধে পুষ্পে ওঁ অনন্তায় নম । এতে গন্ধে পুষ্পে ওঁ পৃথিবৈ নম । ( মণ্ডল বা ত্রিপাদিকায় শঙ্খ বসিয়ে জল দিতে হবে। জল দেবার মন্ত্র।) ক্ষং লং হং সং শং ষং লং রং যং মং ভং বং ফং পং নং ধং দং থং তং ণং ঢং ডং ঠং টং ঞং ঝং জং ছং চং ঙং ঘং গং খং কং অঃ অং ঔং ওং ঐং এং লীং লীং রীং রীং ঊং উং ঈং ইং আং অং।
( জল পূর্ণ করে শঙ্খের উপর পূজা) ওঁ অং অর্ক মণ্ডলায় দ্বাদশ কলাত্মানে নম। ওঁ উং সোম মণ্ডলায় ষোঢ়শ কলাত্মানে নম । ওঁ মং বহ্ণি মণ্ডলায় দশ কলাত্মানে নম। ( এবার অঙ্কুশ মুদ্রায় জল পর্শ্ব করে) ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিদ্ধিং করু ।
This is a news blog. Here I write story, social incidents, political incidents, & my life history etc.
Friday, 31 August 2018
(৫ ম অংশ) দুর্গা পূজার ষষ্ঠীর পূজার মন্ত্র।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment