Saturday, 25 August 2018

(২য় অংশ) ষষ্ঠীপূজার মন্ত্র ।(দুর্গা পূজোর পদ্ধতি)

১৪) মাস ভক্ত বলি :- (কলাপাতা /কাঁঠাল পাতা /মাটির নতুন মাটির খুড়ি তে মাসকলাই দই বা অভাবে গঙ্গা জল অথবা দুধ নিয়ে। মাস ভক্ত বলি দিতে হয়।)মন্ত্র :- বং এতেস্মৈ মাসভক্ত বলয়ে নম ।(তিন বার) এতধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম ।এতৎ সম্প্রদানায় ওঁ ভূত্যাদিভ্যোব নম ।এতে  গন্ধ পুষ্পে ওঁ ভূতাদিভ্যোব ।(হাত জোর করে) ওঁ ভূত প্রেত পিশ্চাস যে বসন্ত্র ভুতলে তে গৃহন্তু্ ময়া দত্ত বলিরেষ প্রসাদিতা পূজিতাা গন্ধ পুষ্প দৈবির্লিতর্পিতুস্তা। পূজাং পশ্যন্তু মৎ কৃতাম ।(সাদা সরিষা ছড়াতে ছড়াতে) ওঁঁ অসর্পন্তু তেভূতাা যে ভূতা বিঘ্ন করতারস্তেে নশ্যন্তু শিব আজ্ঞায় ।বেতালশ্চ পিশ্চাস রাক্ষশ্চাশ সরীসৃপ ।অপসর্পন্তুতে  চণ্ডিকাস্ত্রেন

তাড়িতা ।(এর পর আসনশুদ্ধি থেকে ষষ্ঠীপূজার বাকিটা অন্য পাতায়) 

  

No comments:

Post a Comment