Sunday, 26 August 2018

(৩য় অংশ) দুর্গা পূজার ষষ্ঠীর পূজার মন্ত্র

১৫) আসন শুদ্ধি :- ওঁ হ্রীং আঁধার শক্তয়ে কমলাসনায় নম। (আসনের নীচে ত্রিকোন মণ্ডল এঁকে আসন ধরে) ওঁ অস্য আসন উপবেসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ রীষি (ইচ্ছা কৃত ত্রুটি নয় কী প্যাডে না থাকার জন্যে এই ত্রুটি) সুতলুং ছন্দ কুর্ম্ম দেবতা আসন উপবেসনে বিনিয়োগ।ওঁ পৃথ্বী ত্বয়া লোকা দেবী, ত্বং বিষ্ণু না ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম ।
বামে : গুরভ্য নম। পরম গুরভ্য নম। পরপর গুরভ্য নম। পরমেষ্ঠী গুরভ্যে নম । দক্ষিণে : ওঁ গাং গনেশায় নম । ঊর্ধ্বে : ওঁ ব্রাহ্মণে নম । পশ্চাতে : ওঁ ক্ষেত্রপালভ্য নম । মধ্যে : ওঁ শ্রী শ্রী ভগবতী দুর্গা দেবৈ নম ।১৬ )পুষ্প শুদ্ধি :- ওঁ পুষ্পকেতু রাজাহর্তে শতেয় সম্যকায় হুঁ। পুষ্পে পুষ্পে সু পুষ্পে মহা পুষ্পে পুষ্প চয়নকীর্বে চ হুং ফট স্বাহা ।
১৭) প্রানায়াম :- ওঁ হ্রীং মন্ত্রে।
১৮ ))করশুদ্ধি :- ওঁ হেঁসৌ বলে একটি লাল ফুল ডান হাতের কর তলে ঘসে ঈশান কোনে ছুঁড়ে দিতে হবে।
১৯ ) সংক্ষেপে ভূত শুদ্ধি :- রং (বলে জলের ছিটা দিয়ে অগ্নি মধ্যে আছি, কল্পনা করে নিয়ে। নিচের চার টি মন্ত্র বলতে হবে।)
১)ওঁ মুল শৃঙ্গাটচ্ছির সূষমান্ন পথেন জীবং শিবং পরম শিব পদে যোযয়ামি স্বাহা।
২)ওঁ যং লিঙ্গ শরীরং শোষয় শোষয় স্বাহা ।
৩)ওঁ সংকোচং শরীরং দহ দহ স্বাহা ।
৪)ওঁ সূষমান্ন পথেন পরম শিব পদে মূল সোল্লাস জ্বল জ্বল প্রজ্বল প্রজ্বল সোহংস স্বাহা ।
২০ )মাতৃকান্যাস :- ওঁ অস্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্দ মাতৃকা সরস্বতী হল বীজানি। মাতৃকান্যাসে বিনিয়োগ।
শিরসি - ওঁ ব্রাহ্মণে ঋষয়ে নম ।মুখে - ওঁ গায়ত্রী ছন্দসে নম । হৃদি - ওঁ মাতৃকা সরস্বতৈ নম ।পাদয় - ওঁ স্বরেভ্য শক্তেভ্য নম ।গুহ্যে - ওঁ হলেভ্য বীজেভ্য নম ।সর্বাঙ্গে - ওঁ অব্যক্ত কীলিকায় নম।।
(এখানে একবার করন্যাস ও অঙ্গন্যাস হয় যেটি তালিকায় নেই।কেউ যদি করেন তবে করতে পারেন) করন্যাস :- ওঁ আং কং খং গং ঘং ঙং অং অঙ্গুষ্ঠাভ্যাং নম ।ওঁ ইং চং ছং জং ঝং ঞং ঈং তর্জনীভ্যাং স্বাহা ।ওঁ উং টং ঠং ডং ঢং ণং ঊং মধ্যমাভ্যাং বষট ।ওঁ এং তং থং দং ধং নং ঐং অনামিকাভ্যাং হুং। ওঁ ওং পং ফং বং ভং মং ঔং কনিষ্ঠভ্যাং বৌষট ।ওঁ অং যং রং লং ষং শং সং হং ক্ষং অ: করতলপৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট ।
২১)অঙ্গ ন্যাস :- ওঁ আং কং খং গং ঘং ঙং অং হৃদয়ায় নম । ওঁ ইং চং ছং জং ঝং ঞং ঈং শিরসে স্বাহা । ওঁ উং টং ঠং ডং ঢং ণং ঊং শিখায় বষট । ওঁ এং তং থং দং ধং নং ঐং কবচায় হুং। ওঁ ওং পং ফং বং ভং মং ঔং নেত্রায় বৌষট । ওঁ অং যং রং লং ষং শং সং হং ক্ষং অ: করতলপৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট ।
(এ দুটি বাদ দিয়ে এরপর অন্তর মাতৃকান্যাস করতে পারেন কারণ পরে আবার দুটি অন্য ভাবে আছে)
২২ )অন্তর মাতৃকান্যাস :- ওঁ আঁধারে লিঙ্গ নাভৌ হৃদয়ে সরসিজে তালুমূলে  ললাটে দৈপত্রে ষোড় শারে চতুস্কে দ্বিদশদশদলে দ্বাশর্দ্ধে বাসান্তে বালমধ্যে ড-ফ ক-ঠ সহিতে কণ্ঠদেশে স্মরণ্যাং ।হং ক্ষং তথার্থ যুক্ত সকল দল গত বর্ণরূপং নমামি। ওঁ অং আং ইং ঈং উং ঊং এং ঐং ওং ঔং অং অ: ইতি কণ্ঠে। ওঁ কং খং গং ঘং ঙং চং ছং ইতি হৃদয়। ওঁ জং ঝং ঞং টং ঠং ডং ঢং ইতি নাভৌ । ওঁ ণং তং থং দং ধং নং পং ফং ইতি লিঙ্গ মূলে। ওঁ বং ভং মং যং রং লং ইতি মূলধারে। ওঁ বং ষং শং সং হং ক্ষং ইতি ভ্রূমধ্য।
২৩) বাহ্যমাতৃকান্যাস :- ওঁ পঞ্চাশলি পিভির্বি ভক্ত মক্ষদা পন্ন মধ্যে বক্ষ স্হলম ভাস্ব মৌলি চন্দ্র শ কলা মাপীন তূঙ্গ স্তীনম। মুদ্রা মোক্ষ গুনং বিদ্যাঞ্চ হস্তা অম্বুজ বিবর্ণ ভ্যাঙ্গ বিশদ প্রভাং ত্রিনয়নাং বাগ দেবতামাশ্রয়ে। অং নম: (ললাটে) আং নম: (মুখ বৃত্তে) ইং ঈং নম: (চক্ষু) উং ঊং নম: (কর্ণ) ঋং ঋং নম : (নাসিকা)লীং লীং নম : (গণ্ড) এং নম :( ওষ্ঠ) ঐং নম: ( অধর) ওং নম : ( ঊর্দ্ধ দন্তে পংক্তৌ) ঔং নম ( অধ : দন্ত পংক্তৌ) অং নম ( মস্তকে) অ: নম : ( মুখে) কং নম: ( দক্ষিণ বাহু মূলে) খং নম : ( কর্পূরে) গং নম : ( মনি বন্ধে) ঘং নম : ( অঙ্গুলি মূলে) ঙং নম : ( অঙ্গুলি অগ্রে) চং নম : (বাম বাহু মূলে) ছং নম : ( কর্পূরে) জং নম : ( মনি বন্ধে) ঝং নম: ( অঙ্গুলি মূলে) ঞং নম : ( অঙ্গুলি অগ্রে) টং নম : ( দক্ষিণ পদ উরু মূলে)
ঠং নম : ( জানুনি) ডং নম : ( গুল্ ফে) ঢং নম :( অঙ্গুলি মূলে) ণং নম: ( অঙ্গুলি অগ্রে) তং নম : ( বাম পদ মূলে) থং নম : ( জানুনি) দং নম : ( গুল্ ফে) ধং নম : ( অঙ্গুলি মূলে) নং নম : ( অঙ্গুলি অগ্রে) পং নম : ( দক্ষিণ পার্শ্বে) ফং নম (  বাম পার্শ্বে) বং নম : ( পৃষ্ঠে) ভং নম : (নাভৌ) মং নম : ( উদরে) যং নম : ( হৃদি)
রং নম : ( দক্ষিণ কস্কন্ধে) লং নম : ( কুকুদি) বং নম : ( বামস্কন্ধে) ষং নম : ( হৃদায়াদি দক্ষিণ হস্তে) শং নম : (হৃদয়াদি বাম হস্তে) সং নম : ( হৃদয়াদি দক্ষিণ পদ ) হং নম : ( হৃদয়াদি বাম পদ) লং নম ( হৃদয় দুয়ারে) ক্ষং নম ( হৃদয় মুখে)
( এরপর সংহার মাতৃকা ন্যাস পরে লেখা হলো)

No comments:

Post a Comment