৩২) পীঠ পূজা :- (অষ্টদলপদ্মে) আহবান - ওঁ পীঠ দেবতা গন ইহগচ্ছ ইহগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধস্ব ইহসন্নিরূধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব।
পূজা :- এতে গন্ধে পুষ্পে ওঁ আধার শক্তয়ে নম।
এতে গন্ধে পুষ্পে ওঁ কুর্ম্মায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ অনন্তায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ পৃথিবৈ নম ।
এতে গন্ধে পুষ্পে ওঁ ক্ষীরা সমুদ্রায় নম। এতে গন্ধে পুষ্পে ওঁ শ্বেতদ্বীপায় নম ।এতে গন্ধে পুষ্পে ওঁ মনিদ্বীপায় নম । এতে গন্ধে পুষ্পে ওঁ মনি বেদীকায়ৈ নম। এতে গন্ধে পুষ্পে ওঁ মনি মণ্ডপায় নম। এতে গন্ধ পুষ্পে ওঁ রত্ন সিংহয়ায় নম। এতে গন্ধ পুষ্পে ওঁ ধর্ম্মায় নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ জ্ঞানায় নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ ঐশ্বর্যায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ বৈরাগ্যায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অধর্ম্মায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অজ্ঞনায়ৈ নম । এতে গন্ধ পুষ্পে ওঁ অনৈশ্বর্যায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অবৈরাগ্যৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অং অর্কমণ্ডলায় দ্বাদশ কলাত্মানে নম।এতে গন্ধ পুষ্পে ওঁ উং সোম মণ্ডলায় ষোঢ়শ কলাত্মানে নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ মং বহ্ণি মণ্ডলায় দশ কলাত্মানে নম। এতে গন্ধ পুষ্পে ওঁ অনন্তায় নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ পং পদ্মায় নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ রং রজসে নম। এতে গন্ধ পুষ্পে ওঁ তং তমসে নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ সং সত্ত্বায় নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ আং আত্মনে নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অং অন্তর আত্মনে নম। এতে গন্ধ পুষ্পে ওঁ পং পরম আত্মনে নম। এতে গন্ধ পুষ্পে ওঁ হ্রীং জ্ঞান আত্মনে নম। এতে গন্ধ পুষ্পে ওঁ ঈং মায়ায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ আং প্রভায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ উং জয়ায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ এং সুক্ষায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ ঐং বিশুদ্ধয়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ ওং নন্দনৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ ঔং সুপ্রভায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অং বিজয়ায়ৈ নম ।এতে গন্ধ পুষ্পে ওঁ অঃ সর্বসিদ্ধিদায়ৈ নম। এতে গন্ধ পুষ্পে ওঁ ওং বজ্রনখদ্রষ্টায়ূধায় মহাসিংহায় হুং ফট নম ।
৩৩) ঘটস্হাপন :- ( মাটি /কাদার তাল) ওঁ মহীত্রান বস্তু দ্যূক্ষং মিত্রসার্য্যযমন দুরাধর্ষং বরুণস্য । ( ঘট) ওঁ আবিশেন কলসং সূত বিশ্ব অর্ষন্ন ভিশ্রিয়তে। ইন্দ্রানু ইন্দ্রিয় ধীয়তে । সিন্দুর সিন্দুরোচ্ছাসে পতনোণমুখং হিরণ্যপাব পশমপশু গৃভ্যনতে ।(জল) ওঁ মিত্রাবরুণা ঘৃতগৈব্যুতি মুক্ষতম । মধ্বা রজহংসি সক্রতু ।( পল্লব) ওঁ অয়ামুর্জাবত বৃক্ষ উর্জীব ফলানিভব। পর্ণ বনস্পতে নূত্তা নূত্তা চ সূয়তাংরয়ি । ( ধান) ওঁ ধানবন্ত করমনিভমপুপন্তমূকথিনম । ইন্দ্র পাতুতর্য্যষন। ( ফল) ওঁ ইন্দ্র নরনেমেধিতা হবন্ত যৎপার্যা জুনযতে ধীয়স্তে । শূর নৃষতা শ্রবশ্চকাম আগোমতি ব্রজে ভজ ত্বং । ( বস্ত্র) ওঁ যুবা সুবাসা পরিবীত আগতা স উ শ্রেয়ান ভাবতি জায়মান। ত্বং ধীরসা কবয়া উন্নয়নতি স্বাধ্বে মনসা দেবয়ন্ত ।( পুষ্প) ওঁ পবনমান বশ্নুরশ্মি ভিবর্জসাতম ।দধোস্তত্রে সুবীর্যম ।
(যে হেতু বিল্ব বৃক্ষের পূজা তাই, প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষু দান হবে না। তাই আহবানের পর পঞ্চ দেবতার পূজা করে নিতে হবে।)
৩৪) আহ্বানঃ -( প্রতি দেবতার আহ্বানে পঞ্চ মুদ্রা প্রদর্শন করতে হয়।অহবানের শুরুতে ধ্যান করে নিতে হয়। বিল্ব বৃক্ষের ধ্যান, " ওঁ চতুর ভূজং বিল্ব বৃক্ষ) ওঁ ভূবর্স্ব শ্রী শ্রী ভগবতী বিল্ব বৃক্ষ বাসীনি দুর্গে সায়ূধ বাহন সহিতে পরিবার সমন্বিতে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধস্ব ইহসন্নিরূধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব ।
৩৫)কান্ড রোপন :- ( তীর কাঠি ধরে) ওঁ কাণ্ডাৎ কাণ্ডাৎ প্রহরোন্তি পুরুষ পুরুষ পরি। এবেন দূর্বেন প্রতেনু সহস্রেন শতেন চ ।
৩৬)সূত্র বেষ্টন :- ওঁ পৃথিবীং দাম্যনেহ্রেসং সুশর্মান সুপ্রনীতিম ।দৈবাং নাবাং সরিস্তামনাগমাসব্রন্তি মারুহেমা সস্ত্রয়ে ।
This is a news blog. Here I write story, social incidents, political incidents, & my life history etc.
Sunday, 2 September 2018
(ষষ্ঠ অংশ) দুর্গা ষষ্ঠীর পীঠ পূজা ও ঘটস্হাপন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment