আজ বিকেলের অন লাইন খবর কাগজে ছবি টি বেড়িয়ে ছিল। ঐ কাগজের খবর অনুযায়ী আজ প্রায় আট মাস ধরে বেতন পাচ্ছেন না এখানকার নিরাপত্তা কর্মীরা। গত ২০১০ সালে এদের নিয়োগ করা হয়েছিল। আমি এর আগের লেখায় লিখছি, দিদির টাকা দিদি কাকে বেতন আর কাকে দেবেন না। সে সিদ্ধান্ত তিনি নেবেন, ঐ সিদ্ধান্ত যে তিনি আগেই নিয়েছেন জানতাম না। ধন্যবাদ দিদি আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিক করেছেন, তবে যে যে আন্দোলন করছে তাদের শুধু নয়, আপনি একটা আইন করে দিন পুলিশি সরকারি কর্মী শিক্ষকের পঞ্চায়েত কর্মী প্রত্যেকের অর্থাৎ আপনার টাকায় যাদের বেতন হয় সবার বেতন বন্ধ করে দিন। প্রধানমন্ত্রী হবেন অনেক টাকা দরকার শুধু শুধু এদের টাকা দিয়ে লাভ নেই। বেশি বাড়াবাড়ি করলে ঐ যে পঞ্চায়েত ভোটে বীরভূমের মতো উন্নয়ন কে ডেকে নারকেল মুড়ি খাওয়ার ব্যবস্থা করে দেবেন। যেন মনে করেছেন বাম রাজত্ব যা খুশি তাই করবে কাজ না করে আন্দোলনে করবে। আপনার টাকা আপনি কি করবেন না ঐ সব কর্মীদের খেয়ে কাজ নেই, যা দিচ্ছে নে তা নয় আরও দাও। আমি শুনলাম আপনি মিড ডে মিলের জন্য থালা গ্লাস দেবেন। ভালো সিদ্ধান্ত আর কাগজের থালা কিনতে হবে না। একটা ভয় আছে ছেলে মেয়ে রা ব্যাগে ভরে নিয়ে না পালায়। খুব ভালো কাজ একদম বেতন বন্ধ করে দিয়ে আপনি আপনার টাকা ইচ্ছে মতো খরচ করুন ।আমরা আপনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই ।
No comments:
Post a Comment