Sunday, 9 December 2018

ধন্যবাদ কলকাতার নতুন মেয়র তথা মন্ত্রী মশায়।

ছবি টি আজকাল ইন অন লাইন নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল।মন্ত্রী মশায় যতটা সম্ভব সবলা মেলায় গেছেন। মেলাটি যতটা সম্ভব কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী মশায় মেলায় জিনিস পত্রের বিক্রি দেখে বলছেন, রাজ্যের মানুষের আয় তিন গুণ বেড়ে গেছে। মন্ত্রী মশায়ের সংগে আমি একদম একমত। কারণ পশ্চিমবঙ্গের এমন অনেক সরকারি কর্মচারী আছেন যারা দশ হাজার টাকার কম বেতন পান। এই কর্মীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। বেসরকারি সংস্থার এমন কর্মী আছেন যাদের মাসিক বেতন পাঁচ হাজার টাকার কম। আর একশ দিনের রোজ সেতো মন্ত্রী মশায়ের অজানা নয়। দেড়শো টাকা মজুরি তে কাজ করে এরকম জন মজুরের সংখ্যা অসংখ্য। আর বর্তমানে সরকারি কর্মীদের ন-মাসের বেতনে বারো মাস কাজ করতে হয়। চাষিদের চাষের ফসল চাষ করতে যা খরচ হয়। ফসল বিক্রি করে অর্ধেক ওঠে। এখন আপনি আমি কপি কিনছি পনেরো কুড়ি টাকায়। চাষিদের থেকে কেনা হয়েছে তিন টাকা পিস দরে, কারণ দু তিন টি হাত ফিরে এসে ঐ দাম। যাদের মাধ্যমে সরকার বাজারে অর্থ যোগান দেবেন সেই সরকারি কর্মীদের বেতন নেই। বাজারে যখন টাকার যোগান কম তখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে কী করে?? আমি এরকম দেখেছি চাষি ফসল বিক্রি করতে না পেরে ফসল নষ্ট করে দিচ্ছে। সেদিন আর বেশি দূরে নেই যেদিন পশ্চিমবঙ্গের কৃষি কাজ কমে যাবে। এখনি অনেক কৃষক চাষবাস বন্ধ করে দিয়েছে বা নিজের খাবার মতো চাষ করছে। যার ফলশ্রুতিতে কৃষি শ্রমিক কমে গেছে, একশো দিনের কাজ করতে যাচ্ছে। অনেক কৃষক তার জমিতে কলা বাগান বা ঐ জাতীয় বাগান করে দিয়ে চাষ কমিয়ে দিয়েছে। তবে মন্ত্রী মশায়ের সংগে আমি একদম একমত কারণ কিছু জন নেতা তাদের আয় এতো বেড়েছে, যে তাঁকে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। দেখছি তো জনগণের নেতা জনগণের সাথে মিশতে পারেনা। জনগণ কে ভয় করে, মানুষ কাজ হারিয়ে আজ বেকার। যে কটা জুট মিল বা কারখানা চালু আছে তাও আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কারখানার মালিক বলছেন তোলার এতো চাপ রাজ্য ছেড়ে চলে যাবে। এই আজকের অন লাইন নিউজ পোর্টালে বেড়িয়ে ছিল, খবরটা পড়েছিলাম।
ভাবছেন এই কারখানার ছবি টি কেন দিলাম। আজকে পড়ে ছি তোলার চাপে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। এই কারখানার মালিক, এবার সকলে চিন্তা করুন নতুন কারখানা হচ্ছে না। যেটুকু ছিল তাও বন্ধ হয়ে যাচ্ছে। কাজ না থাকলে মানুষের আয় বাড়ল কী করে? আমি তো মন্ত্রী মশায়ের সংগে একমত আপনারা একমত হলে জানাবেন। 

No comments:

Post a Comment