আমি বিভিন্ন নিউজ ওয়েব সাইটে পড়ছি। যেপ্রশাসনের যে সব বড়ো কর্তারা দরজার সামনে একটি বোর্ড লাগিয়ে রাখেন বিনা অনুমতি তে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যে সব সরকারি কর্মীদের হাব ভাব এমন মনে করেন তিনি পৃথিবীতে একমাত্র বিদ্বান ব্যক্তি । সাধারণ মানুষের করের টাকায় হাজার হাজার টাকা বেতন পান আর সাধারণ মানুষ কোন কাজ করতে গেলে দিনের পর দিন ঘুরে আসতে হয়। নেতা মন্ত্রী ব্যতীত অনুমতি নিয়েও সাধারণের প্রবেশ জোটে না। যদি বা জোটে কাজ হয় না । সেই সব লোক বা প্রশাসনের কর্তারা আজ পুরুলিয়া, নদিয়ার তেহট্টের এবং অন্য জেলাতেও সাধারণ মানুষের খোঁজ খবর নিতে এগিয়ে যাচ্ছেন। কোথায় সভা করে সকলের সুখ দুঃখের খবর নিচ্ছেন। আবার এটিও ঠিক রাজনৈতিক দলের দাদা দের বাধা কাটিয়ে উঠে ঐ সব অফিসার সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করতে পারেন সেটাও দেখার। গোটা ভারত আজ মাফিয়া রাজ চলছে, ঘুষ আর তোলা কোটি কোটি টাকার খেলা যে যেখানে ক্ষমতা আছে সে সেখানে তোলা তুলছে। আবার এমনও আছে যেখানে ঘুষ না নিলে বিভিন্ন অফিসার দের প্রাণ দিতে হতে পারে মাফিয়া দের হাতে । অনেক অফিসার ইচ্ছা না থাকলেও ঘুষ নিতে বাধ্য হন, নিজের আর পরিবারের লোকজনের প্রাণ বাঁচাতে। গোটা দেশ এভাবে চলছে সাধারণ মানুষের দুঃখের অবসান হলে ভালো। ঘুষ আর তোলার এবং মাফিয়া রাজের হাত থেকে মুক্তি পেতে দেশে বেশ কিছু দিন সেনাবাহিনীর শাসন দরকার। কারণ আমি মনে করি সেনা বাহিনীর কর্মীরা দেশের মধ্যে সৎ আছেন। তারা পারবেন এই সব ঘুষ খোর তোলাবাজ আর জোর করে ঘুষ দেওয়া মাফিয়া দের ঠিক করতে।
No comments:
Post a Comment