Tuesday, 25 December 2018

রাজা তোর কাপড় কোথায়?? বলার লোকটি আর আমাদের মাঝে নেই।

আজ আমার মতো এই অখ্যাত কুখ্যাত বাঙালির শোকের দিন রাজা তোর কাপড় কোথায় বলার মানুষ টি আমাদের মধ্যে নেই। আমি কবি কে কাছ থেকে দেখেছি সিঙ্গুর বইমেলার উদ্বোধন করতে এসে ছিলেন, সাল ঠিক মনে নেই, সিঙ্গুর বইমেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে উদ্বোধনী ভাষণ দিয়ে তিনি চলে এলেন ফিতা কেটে দ্বার সবার জন্য উন্মুক্ত করে দিতে। সেই সময় আমি পাশে দাঁড়িয়ে ছিলাম, মনে পড়ছিল " উলঙ্গ রাজা" সেই বিখ্যাত লাইন "রাজা তোর কাপড় কোথায়?" আরেকটা কবিতার লাইন " অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল।" সত্যিই এসব কবিতার লাইন গুলো মিথ হয়ে গেছে। এখন তো এই বাংলায় সত্যিই সঠিক মানুষ নেই, যে সত্যি কথা বলতে লিখতে পারে। উনি ঐ একটা লাইন " রাজা তোর কাপড় কোথায়? " দিয়ে অনেক না বলা কথা বলে দিয়েছেন। বর্তমান পশ্চিমবঙ্গে তৈল্য মর্দনকারি অনেক আছেন। একটা পুরস্কার আর কিছু টাকা পাওয়ার জন্য তারা দিন কে রাত বলতে দ্বিধা বোধ করে না। চোর কে চোর বলার সাহস নেই, চোখের সামনে খুন করতে দেখে তাকে খুনি বলা যাবে না। মিথ্যাবাদী কে মিথ্যাবাদী বলার মতো লোক নেই। সেই বাঙালি আজ কোথায়? যে কথায় কথায় মানুষের ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলতে পারে। এখন বিবেকানন্দ কে নিয়ে বিবেক চেতনা উৎসব করি কিন্তু নিজেদের বিবেক নেই। নিজের বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে, আজ আমরা একটা অমানুষে পরিনত হয়েছি। তাই চোখের সামনে অন্যায় হচ্ছে দেখেও আমরা চুপ করে থাকি, কিছু বলতে পারি না, কারণ আরেক জন বিবেকানন্দ আর এই বাংলায় আসেনি। আরেক জন সুভাষ চন্দ্র বোস জণ্ম গ্রহণ করেনি। যিনি সঠিক নেতৃত্ব দিতে পারেন, এরকম একজন নেতা তথা বাংলা তথা ভারত মাতার বীর সন্তান তাকে ফিরিয়ে আনার জন্য তৎকালীন বাঙালি সাংসদরা বা নেতারা কোনো কিছু করেনি। কেবল পদের জন্য দিল্লির বিশেষ একটা পরিবারের সদস্যদের পদে তৈল্য মর্দন করে গেছেন। আমার মাঝে মাঝে মনে হয় এ কেমন বাংলা যেখানে সত্যি কথা বলা যাবে না। সত্যি কথা বলেছ কি? শাস্তি অবধারিত কিন্তু আজ যিনি ৯৪ বছর বয়সে মারা গেলেন। তিনি জণ্ম গ্রহণ করে ছিলেন দেশ স্বাধীন হবার ২৪ বছর আগে। তিনি ছিলেন একজন সত্যিকারের কবি তাঁকে আমার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। জীবিত থাকা কালেই ওনার অনেক লেখা বিভিন্ন শ্রেণীর পাঠ্য, এরকম একজন কবি কে আমি জানাই অন্তরের শ্রদ্ধা,প্রিয় কবি তুমি বেঁচে থাকবে আপামর বাঙালির মনের মনিকোটায়। 


No comments:

Post a Comment