This is a news blog. Here I write story, social incidents, political incidents, & my life history etc.
Friday, 20 September 2019
মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের প্রিয় দিদি কে অসংখ্য ধন্যবাদ।
Saturday, 10 August 2019
বিলম্বে বোধদোয়।
Tuesday, 6 August 2019
তোরা যে যা বলিস ভাই, আমার কোনো বদল নাই।
Sunday, 14 July 2019
এক মাত্র বামপন্থীরা পারে সঠিক পথ দেখাতে ।
Friday, 21 June 2019
আজ সকাল থেকে একটা খবর ঘুরেছে অনলাইনে পুজোর আগে পে কমিশন।
এই বেতন কমিশন নিয়ে যে নাটক মঞ্চস্থ হচ্ছে, গত পাঁচ বারের বেতন কমিশন নিয়ে এতো নাটক হয় নি। আমার যতদূর জানা আছে প্রথম পে কমিশন নিয়ে এরকম একটা নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই বেতন কমিশন দিনের আলো দেখেনি। সেই এই রাজ্যের কর্মীরা সপ্তম জায়গায় ষষ্ঠ বেতন কমিশন পান, বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশন দিলেও, কেন্দ্রীয় ষষ্ঠ কমিশনের সমান বেতন কাঠামো দিয়ে ছিল। আর সেই পঞ্চম বেতন কমিশন লাগু হয়েছিল গত ২০০৯ সালের এপ্রিল মাস থেকে এবং ২০০৬ সালের ১লা জানুয়ারি থেকে নোশনাল ফিক্সশেন ছিল। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের মার্চ পর্যন্ত এরিয়া দেওয়া হয়েছিল। সেই সময়ে কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন কাঠামো পে ব্যণ্ড ও গ্রেড পে তে ভাগ করে বেতন কাঠামোর যতটা সম্ভব কমিয়ে এনে মূল বেতন কে ১.৮৬ দিয়ে গুণ করে, মূল বেতন ঠিক করে গ্রেড পে যোগ করে বেসিক তৈরি করা হয়েছিল। আমি এখন এই পে কমিশন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমার মাননীয়া মুখ্যমন্ত্রী কাছে একটা প্রশ্ন আপনি এই বিভ্রান্তি দূর করুন। আপনি গত ১৩/৬/১৯ তারিখে বেতন কমিশনার কে কী বলে ছিলেন? আমি এও জানি আপনি সরকারি কর্মীদের বিশ্বাস করতে পারেন না, অথচ সব সরকারি কাজ তারা করে দেয়, দেখুন আপনি বাচ্ছা দের জুতো দিলেন সেই জুতো দিয়ে পিটুনি খেল শিক্ষক। আবার SHG পোশাক দেবে, তার জন্য শিক্ষকদের কপালে কি আছে জানি না। আর কোনও কথা লিখছি না, আপনি বিভ্রান্তি দূর করুন সঠিক ভাবে বলুন আদৌ আপনি বেতন কমিশন বা ডিএ দেবেন কিনা? আপনি ছাড়া আর কেউ নেই, যে জানে আদৌ বেতন কমিশন দিনের আলো দেখবে কি না! আবার শিক্ষকের আশা আপনি তাদের পি আর টি স্কেল দেবেন। যদি এই লেখা টি পড়েন, তবে আশা করি আপনি সঠিক ব্যবস্থা নেবেন বিভ্রান্তি দূর করে দেবেন।
Sunday, 9 June 2019
মনে হচ্ছে, বর্তমান শাসক দল আর শাসন ভার বহন করতে পারছে না। চাইছে, রাষ্ট্রপতি শাসন!
Sunday, 2 June 2019
মাননীয় শিক্ষা মন্ত্রী সমীপে ।
সেই জন্য আগামী 2021 সালে কী ভাবে হারবেন তৈরী থাকুন। নমস্কার নেবেন ভালো থাকবেন।
Friday, 31 May 2019
মোদীজি দেশের বেকার যুবকদের কাজ দিন।
Thursday, 30 May 2019
মুখ্যমন্ত্রী কথায় সি পি আই এম কাকে ভোট দিয়েছে? ।
Tuesday, 28 May 2019
সতী দাহ পায়েল রোহিতগীর মন্তব্য।
Tuesday, 21 May 2019
পশ্চিমবঙ্গের পরিবর্তনের মূল কাণ্ডারি কে?
Wednesday, 15 May 2019
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য বর্তমান শাসক দল ও দায়িত্ব এড়াতে পারেন না।
Friday, 26 April 2019
ভূতের ভোটে আবার গণ্ডগোলের লক্ষণ।
Tuesday, 9 April 2019
নন্দীগ্রাম আজকের ঘটনা সি পি আই এম পার্টি অফিসে কালো পতাকা লাগিয়ে দেওয়া।
Wednesday, 13 March 2019
ফেসবুক বন্ধু ও আমি।
আমি ফেসবুকে বহু বন্ধুত্বের অনুরোধ পাচ্ছি। আমি অনেকেই চিনি না, জানি না, অথচ বন্ধুত্বের অনুরোধ আসছে। সকলের বন্ধুত্ব গ্রহণ করতে পারছি না, তার জন্য দুঃখিত, তবে এটা আমি এখানে পরিস্কার করে বলছি, যারা চোর কে চোর বলতে পারেন না। মিথ্যাবাদী কে মিথ্যাবাদী বলতে পারেন না। প্রতারক কে প্রতারক বলতে পারেন না। যারা টিভি চ্যানেল দেখন তবু ঘুষ নেওয়ার কথা বিশ্বাস করতে চান না, আগেও হয়েছে বলে justify করেন। আগের চোরদের ধরার জন্য 42 টা কমিশন হয়েছিল একটি ও চোরের হদিস মেলেনি। আগের সরকারের শেষ কয়েক বছর ধরেই খুন খারাপি চলছিল, মানুষ শান্তি পাবার আশায় পরিবর্তন করে দিয়েছিল। নিজের ভোট নিজে দেবে বলে পরিবর্তন করে দিয়েছিল, কিন্তু বর্তমানের শাসক দল এতো উন্নয়ন করে ফেলেছে, তবুও মানুষ কে বিশ্বাস করতে পারে না। আবার যারা বিশ্বাস করেন চাকরি পেতে হলে অনশন করতে হবে, গর্ভস্থ ভ্রুণ নষ্ট হলেও। যারা বিশ্বাস করেন 500 টাকা থেকে 5000 টাকা বা 10000 টাকা বেতনের চাকরি বা স্কুল টিচার হোক বা আই সি ডি এস লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে হবে। যারা বিশ্বাস করেন সিভিক পুলিশের নামে কিছু তোলা বাজ নিয়োগ করে, গাড়ি ধরে তোলা তোলা ঠিক। আরো অনেক কিছু আছে লিখলে শেষ করা যাবে না। যারা এসব চোখে দেখে কানে শুনে, কেবল দু এক বছর অন্তর কিছু টাকা পাওয়ার জন্য চোখ বন্ধ করে, অন্ধের মতো এই সরকার কে সমর্থন করেন তারা বন্ধুত্বের অনুরোধ পাঠাবেন না, এটা আমার বিশেষ অনুরোধ, যদি এরকম কেউ আমার বন্ধু থাকেন তাহলে তিনি আমাকে ব্লক করুন, কারণ আমি অন্যায় কে অন্যায় আর সত্যি কথা বলতে জানি। আমি একটু সহজ সরল মানুষ তাই অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না।
Wednesday, 6 March 2019
পশ্চিমবঙ্গের নির্বাচন আর দূস্কৃতি রাজ।
Saturday, 2 March 2019
Bajaj finserv ও আমি।
গত 21/1/19 তারিখে সিঙ্গুর থানার অন্তর্গত বুড়াশান্তি এলাকার santra communications থেকে bajaj finserv with mobikwik এর মাধ্যমে একটি oppo ফোন কিনেছিলাম। তার পর গত 7/2/2019 তারিখে আমার কাছে SMS এল আমার signature mismatch হয়েছে।
Thursday, 14 February 2019
উৎসবের বাংলায় আবার উৎসব।
