ডেইলি হান্টের বঙ্গ বিভাগের খবর পড়লাম পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে প্রায় ৪০০ বছরের পুরনো রথ যাত্রার অনুমতি দেয়নি পুলিশ। কারণ ঈদের আগের দিন মুসলিম অধ্যুষিত এলাকায় রথ যাত্রা হলে উত্তেজনা ছড়াতে পারে। দারুণ যুক্তি, এই না হলে আমরা ধর্ম নিরপেক্ষ দেশের অধিবাসী। আবার এও পড়লাম যে অনুমতি ছাড়া রথ টানা হচ্ছিল, খবর পেয়ে পুলিশ গিয়ে ১০০ মিটার দূরে থামিয়ে দেয়। কী সুন্দর ধর্ম নিরপেক্ষ দেশ ভাবুন, একটি ধর্মের মানুষ পরের দিন তাদের ধর্ম পালন করতে পারে তার সুব্যাবস্থা করতে অন্য আরেকটি ধর্মের মানুষের আচার অনুষ্ঠান বন্ধ হয়ে যাক ক্ষতি নেই। কারণ তারা সংখ্যা গুরু, আমার ভাবনায় যাদের সংখ্যা লঘু বলছেন। তারা আসলে খাতা কলমে সংখ্যা লঘু বাস্তবে অনেক বেশি। রাজনৈতিক দল গুলো ক্ষমতায় টিকে থাকার জন্য বা বারবার ক্ষমতা দখল করার জন্য এমন তোলাই দিচ্ছে যে কল্পনা করা যায় না। আমাদের রাজ্যে তো অনেক বেশি ওই ধর্মের মানুষের মধ্যে কিছু লোকের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে। অথচ হিন্দু পুরোহিতদের জন্য নেই। কত সুবিধা করা হয়েছে বলে শেষ করা যাবে না। সেই জন্য মুর্শিদাবাদের ওই ঘটনায় অবাক হবার কিছু নেই। মুসলিম অধ্যুষিত তাই দুর্গা পুজো করা যাবে না, এতেও আশ্চর্য হবার কিছু নেই।
আমার ব্লগ পড়বেন মন্তব্য করবেন।
No comments:
Post a Comment