Tuesday, 6 June 2017

এখন ও আমরা সভ্য নই।

রাস্তা দিয়ে যাচ্ছেন অধিকাংশ বাচ্চা বুড়ো বিভিন্ন ধরনের গুটখা পান মশলা খৈনি খাচ্ছে। আর এক মুখ তুথু জড়ো করে ফেলে দিচ্ছে সে আপনার গায়ে পড়ুক বা পাশে পড়ুক দেখার দরকার নেই। এটা করছে বাংলার বাইরে থেকে আসা কিছু মানুষ। এ ছাড়াও দেখছি ট্রেনে যাচ্ছি উঠার দরজায় পা ছড়িয়ে বসে আছে বললেও ওঠে না। আর ঐ গুটখা খাচ্ছে আর থু করে ফেলে দিচ্ছে। চলন্ত ট্রেনে ফেলা মানে যারা পরের কামরায় আছে তাদের কারো না কারো গায়ে ঐ থুতু লাগছে। আরো আছে যদি ট্রেন ফাঁকা থাকে তাহলে সিটে বসে আর একদিকে লাট সাহেবের মত জুতো সমেত পা তুলে দিচ্ছে। আর একজন উঠে বসতে গেলে পা নামিয়ে নিল বটে কিন্তু ঝেড়ে পরিষ্কার করে দিলনা। এখানে যত টুকু লিখেছি সেটা সামান্য মাত্র। তা হলে আমরা কতটা সভ্য হয়েছি। নাকি যত বিদেশী বা অন্য জাতিকে নকল করছি ততই ভুলে যাচ্ছি এই বাংলা তথা বাঙালি জাতি গোটা ভারত বর্ষ কে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে ছিল। ভুল তে বসেছি বিদ্যাসাগর, রামমোহন, বিবেকানন্দের কথা।তাই বলছি আমরা সভ্য হতে পারিনি।

No comments:

Post a Comment