Wednesday, 7 June 2017

ধর্ম ও রাজনীতি।

আমি আগেই বলেছি যে আমি কোনো রাজনৈতিক দলকে আঘাত দিয়ে বা দুর্নাম করার জন্য এসব লিখছি না। আমার ব্লগ যদি পড়েন তবে খারাপ ভালো মন্তব্য করবেন। ভালো লাগলে অপরের সাথে শেয়ার করবেন।
ভারতের স্বাধীনতার সময় থেকে ভারতীয় রাজনীতিতে ধর্মের বিষ ঢুকেছে। কীভাবে বলছি ভারত স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে। ভারত হিন্দুস্থান অর্থাৎ হিন্দুদের প্রাধান্য আর দুটো অংশ হল মুসলিম প্রধান। কিন্তু ভারতীয় সংবিধানে ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে সকল ধর্মের মানুষের নিজের নিজের ধর্ম পালনের কোনো বাধা নেই। এই ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে গিয়ে এবং হিন্দু ধর্মের অনেক কুপ্রথা দূর করার জন্য আইন হল। বহু বিবাহ, বাল্যবিবাহ, দলিতদের সন্মান প্রদান, তপশীল জাতি, তপশীল উপজাতির জন্য সংরক্ষণ। পরে আরও যোগ হল দুটির বেশি সন্তান হবে না। কারণ জন বিস্ফোরণ ঘটে যাবে। কিন্তু অপর দিকে ইসলাম ধর্মাবলম্বী তাদের ধর্মে নিয়ম আছে কি নেই, তারা বহু বিবাহ করেন যত খুশি সন্তানের জন্ম দিচ্ছেন। সংবিধানের সুযোগ নিয়ে ধর্মের নামে জন বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে বসবাসের জন্য জমি লাগছে। খাদ্য উৎপাদনের জন্য জমি কমে যাচ্ছে। এখন ভারতের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। অদূর ভবিষ্যতে এই জন গোষ্ঠী অর্ধেক হয়ে যাবে। আর এরা ধর্মের নামে জেহাদ ঘোষণা করছে, এবং সাধারণ নিরীহ মানুষকে হত্যা করেছে। সে নিজের ধর্মের বা অপর ধর্মের বাছবিচার নেই। তাই যারা তথাকথিত জেহাদী তারা যে ধর্মের হোক আসলে তারা মানবতার শত্রু,  ঈশ্বর বা আল্লাহ্‌র সৃষ্টি প্রাণ যারা কেড়ে নেয় তারা মানবতার বন্ধু হতে পারে না। ইতিহাসে যে টুকু পড়েছি তা হলো ইসলাম কথার অর্থ হচ্ছে "শান্তি।" কিন্তু সারা বিশ্বে যত জেহাদ হচ্ছে বা যারা এই কাজ করেছে তারা বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের। আসুন আমরা সবাই মিলে একসাথে এই মানবতার শত্রুর মোকাবিলা করি। আমাদের পথ হোক শান্তির পথ।

No comments:

Post a Comment