Wednesday, 21 June 2017

ইংল্যান্ডে পাকিস্তানের কাছে ভারতের হার।

ইংল্যান্ডে চাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হার, একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের পতাকা নিয়ে বাজি ফাটিয়ে আনন্দে আত্মহারা। কাল কাগজে পড়লাম জনা পনেরোকে গ্রেফতার করা হয়েছে, দেশদ্রোহিতার অপরাধে। যারা গ্রেফতার হলেন তারা ঐ বিশেষ সম্প্রদায় বলে, পাকিস্তানকে সমর্থন করে বলছি ভুল হল। কারণ বিশ্ব ফুটবলে যখন ব্রাজিল বা আর্জেন্টিনা জেতে তখন অলিতে গলিতে ঐ দু দেশের পতাকা নিয়ে বাজি ফাটিয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তখন কিন্তু এক জন গ্রেফতার হয়না, কারণ তখন ভারত খেলে না তাই, এ যুক্তি মানা যায় না। কেউ কেউ আবার বলেন পাকিস্তান প্রথম হেরে গেলেও পরে খুব ভাল খেলেছে। কিন্তু আমি মনে করি অন্য কিছু আছে ভারতের এই জঘন্য হারের পিছনে। কারণ ভারত যদি ঐ চাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জয় পেত, তবে পাকিস্তানের খেলোয়াড় রা দেশে মানে পাকিস্তানে ফিরতে পারত না। তাদের প্রিয় জন দের অবস্থা বা বাড়ি ভাঙচুর হয়ে যেত। আমার ঠিক সালটা মনে নেই এরকমই ফাইনালে ভারতের কাছে পাকিস্তান হেরে ছিল, তাদের ক্রিকেট দল দেশে ফিরতে পারেনি। কয়েক জন ক্রিকেট খেলোয়াড়ের বাড়ি ভাঙচুর হয়ে ছিল। এসব কাগজে পড়েছি। সেই জন্য আমার মনে হয় ভারত হেরে গিয়ে ওদের বাঁচিয়ে দিয়েছে। তাই এ নিয়ে মাতামাতি করার কিছুই নেই, ওরা সপরিবারে দেশে ফিরেছে এটার জন্য আনন্দ করা যেতে পারে। শুভেচ্ছা জানানো যেতে পারে।
আমার ব্লগ যারা পড়ছেন, তাদের অনুরোধ দয়া করে খারাপ ভালো মন্তব্য করবেন।

No comments:

Post a Comment