আমি অনেক দিন ধরেই এই খবর শুনে দেখে আসছি তথা কথিত বড় বড় সংবাদ পত্র গুলোতে যে খানে যদি কেউ হিন্দু বাঙালি জাতির বা হিন্দু জাতির কেউ কোনো ভালো কাজ করে বা তারা কেউ কিছু বলেন তবে ফোঁস করে ওঠে। নানা রকম লেখায় ভর্তি হয়ে যায় পাতার পর পাতা। অথচ এই ভারতে হিন্দুরা সর্বদিক থেকে কোন ঠাসা। মানছি হিন্দু দের মধ্যে অনেক গোষ্ঠী আছে। বিভিন্ন জায়গায় দলিত দের উপর অত্যাচার হচ্ছে। যে গুলো হওয়া উচিত নয়। উগ্র হিন্দুত্ব বাদ আমি বিশ্বাস করিনা। যারা এসব করছে তারা বিবেকানন্দের কথা গুলো ভুলে গেছেন। কিন্তু আমাদের ভুললে চলবে না এই ভারত সুভাষচন্দ্র বসুর মতো বাঙালি যিনি বিশ্ব বরেণ্য নেতা তাকে ভারতে ঢুকতে দেয়নি। অনেক বাঙালি সাংসদ সংসদে সেই সময়ে তোলেও নি। ভারত স্বাধীন হওয়ার সময় বাংলা ভাগ হয়ে গেছে এপার বাংলা হিন্দুস্তানে এসেছে। তাই ওপার বাংলা থেকে হিন্দুদের উপর অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা নিজেদের জন্মস্থান জণ্মভিটা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এপার বাংলায় এসেও তাদের ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। হিন্দু বলে তাদের তাড়িয়ে দেওয়া হল। আর তারা হিন্দুস্তানে এসেও কোন ঠাসা শুধু তারা নয় এপার বাংলায় সমস্ত হিন্দু জাতি আজ কোন ঠাসা। ভোটের রাজনীত করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে একটি সম্প্রদায় কে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে। তাতে সত্যি ভয় হয় একদিন আমারাই সংখ্যা লঘু হয়ে যাব।
No comments:
Post a Comment