আগেই লিখছি যে স্বাধীনতার সময় বাঙালি হিন্দু জাতির মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। কারণ ইংরেজরা জানত এই জাতির মেরুদন্ড সোজা থাকলে ভারতবর্ষকে কোনো দিক দিয়ে দমিয়ে রাখা যাবে না। আর এই কাজে সহায়তা করেছে আমাদের দেশের কতগুলো ক্ষমতা লোভী নেতা। আর সেই ক্ষমতা লোভীর দল এরাজ্যেও ক্ষমতায় ছিল। সেই থেকে বিশেষ ধর্মের মানুষকে সংখ্যালঘু সম্প্রদায় করে করে এমন উপরে তুলেছে যে তারা নিজেদের ধর্ম প্রচার করে গেছে আর জনসংখ্যা বাড়িয়ে গেছে যা বলার নয়। সেই স্বাধীনতার পর থেকে ভোটের জন্য ঐ বিশেষ সম্প্রদায় কে যে ভাবে তোলা হয়েছে। আজ এই পশ্চিমবঙ্গে তাদের ভোট শতাংশে 25-30%।তাহলে জনসংখ্যা কত। স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত ওপার বাংলায় হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তা অবর্ননীয়। কারণ মাঝে মাঝে খবরের প্রকাশ পাচ্ছে এসব খবর। আরেকটা প্রশ্ন আমার মনে জাগে যে ঐ সম্প্রদায়ের কজন স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করে ছিল। কিন্তু বর্তমান তাদের এমন সুযোগ দেওয়া হচ্ছে কল্পনা করা যায় না। ঐ সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় পদাধিকারী কে বিশেষ ভাতা দেওয়া হয়েছে। আবার কাজ হারিয়ে অন্য রাজ্য বা বিদেশ থেকে আসা লোকজনকে 50 হাজার থেকে 1লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আর এরা সবাই শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষ। যারা শোড বল্লাম আর একে 47 রিভলভার নিয়ে মিসাইলের সংগে যুদ্ধ করে। যা করতে গিয়ে তারা হাত বোমা বা গ্রেনেড আর রিভলভার নিয়ে ভোটের সময় নেতাদের কথায় নিজেদের মধ্যে মারামারি করে ঐ সামান্য উপহার হিসেবে টাকা পাবার জন্য। আর নেতারা তাদের কাজে লাগিয়ে মানুষকে ভয় দেখিয়ে মেরে ভোটে জিতে পাঁচ বছরে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি 10 থেকে 1000 গুন বাড়িয়ে নেয়।
No comments:
Post a Comment