Wednesday, 24 May 2017

পশ্চিম বাংলা আজ রক্তাক্ত।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আজ এমন জায়গায় পৌঁছেছে যে বলার নয়। বিরোধী কন্ঠস্বর রোধ করতেই হবে। নইলে চলবে না। গত পুরসভার ভোটে দাপিয়ে বেড়িয়েছে বোমা পিস্তল হাতে দুস্কৃতি পুলিশ কিছু বলেনি। ভোট যা হয়েছে সে তো আমরা সবাই টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছি। শুধু পৌরসভা কেন গত বছর বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই সব দুস্কৃতি দাপিয়ে বেড়িয়েছে পুলিশ কিছু বলেনি কাজ করে নি ঠিক মতো। কিন্তু যারা এগুলো সামান্য পয়সার বিনিময়ে করছে তারা ভাবছে না, যে যারা আমাদের এগুলো করাছে বা করতে বলছে বা বাধ্য করছে তারা ভোটে জিতে বা বড় নেতা হয়ে কোটি কোটি টাকা আয় করছে। কি জানি আমার ঠিক বুদ্ধিতে আসছে না, এরা শিক্ষিত তো? আসছে পঞ্চায়েত নির্বাচনে কী হবে সেটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। যে ভাবে বীর পুলিশের দল শাসকের ভয়ে ছুটে পালানো, শাসকের ভয়ে টেবিলের তলায় লুকানো পুলিশ গতকাল ২২-০৫-২০১৭ বিরোধী দলের নেতা কর্মীদের লাঠি পেটা করছে সত্যি বাংলা আজ রক্তাক্ত। ছবি টি গনশক্তি থেকে নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment