Saturday, 13 May 2017

হরিপালের মেলা

হরিপালের মেলায় বই সহ অন্যান্য অনেক কিছু বিক্রি হচ্ছিল। কিন্তু বই বাদে অন্য সব জিনিস পত্রের দাম বেশি। কারণ ওটি ছিল ডাকের মেলা। ডাকের মেলা বলতে বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে মেলা বসানো। সেই টাকা যদি অনেকটাই বেশি হয়। তখন বিক্রেতারা জিনিসের দাম বেশি নেয়। 

No comments:

Post a Comment