আর কত খাবি মা ও মা শ্মশান কালী?
স র দা খেলি যা গেছে তা বলি।
গোলাপ ভূমি খেলি, কত মানুষ হল বলি।
শিবের ষাঁড়ের শিং এর গুঁতোয় মা।
ম্যাথ আর নারদে ঝগড়া লাগালি।
আর কত খাবি মা ও মা শ্মশান কালী?
কত চপ কার খানা হল মা তোর খোলা।
তবু গেল না মা বেকারত্বের জ্বালা।
বেকার ছেলে ট্রেনে বাসে বাদুর ঝোলা।
ভোট এলে মা বোম বন্দুক হাতে তুলে
ছোটে মা তোর দামাল ছেলে, কিছু বলে না
মা গো তোর টেবিল তলের পুলি।
আর কত খাবি মা ও মা শ্মশান কালী
কত রক্ত খেলে মা গো তুই শান্ত হবি,
ভোট এলে মা তোর তোর ছেলেরা রনে মা রঙ্গে মাতে
মা তোর আজব সব কথাতে রক্ত নিয়ে খেলে হলি,
বাংলা আজ আর সেই বাংলা তে, তোর চরণে হচ্ছে বলি কত জওয়ান বেকার যুবক বোমা আর গুলি তে।
No comments:
Post a Comment