Saturday, 13 May 2017

পলতাগড় গ্রামের শ্মশান কালী মাতা মন্দির।

আমি আগেই বলেছি যে আমি পশ্চিম বঙ্গের হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত পল্তাগড় গ্রামের বাসিন্দা। যে ছবি টি দিতে চাইছি যানিনা দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাই লিখছি ছবিটি পল্তাগড় গ্রামের শ্মশান কালী মাতার। বর্তমানে মন্দির টি এরকম হলেও তা বহু বছর আগে মন্দিরটি উত্তর মুখে ছোট্ট একটা মন্দির ছিল। এখন যিনি সাধক আছেন তার আগের সাধক মন্দির সংস্কার করেন। এখন শ্মশানে সেভাবে শবদাহ হয় না খুব কালেভদ্রে শবদাহ হয়। বহু বছর আগে এখানে ভালো শব দাহ হত। কারণ শবদাহের যে শ সেটি এখনও আছে। শবদাহ না হলেও কোনও ছোট বাচ্চা মারা গেলে এখানে সমাধি দেওয়া হয়। এবং সাধক দের সমাধি দেওয়া হয়। মহাপ্রভুর ঘট আছে শ্মশানে একটা পুকুর আছে ছোট বেলায় শুনেছি ওর জল শুকাত না। এখানে কাপালিক থাকতন তিনি শব সাধনা করতেন। অনেকে বলেন তিনি শ্মশান জাগাতে পারতেন। শ্মশান বনজঙ্গলে ভরা ছিল। এখন পরিস্কার হয়ে গেছে। আগে সন্ধ্যা হলে ঐ শ্মশানের পাশ দিয়ে যেতে গা ছম ছম করত। এখন শ্মশানের জায়গা দখল করে বাড়ি হয়েছে। আমারা ছোট বেলায় শ্মশান নিয়ে অনেক কথা শুনেছি। মাঝে মাঝে চুরি ছিনতাই হত। এখন পুকুরে আর্বজনা ফেলে নষ্ট করে ফেলা হয়েছে। যাহোক বহু যুগ আগের এই শ্মশান আমাদের গ্রামের শ্মশান ভীষণ পবিত্র স্থান।

No comments:

Post a Comment