Wednesday, 24 May 2017

চাষিদের কথা

ওরে ওরা যে যায় লাঙল কাঁধে।
কাস্তে হাতে ওরা যে ধান কাটে।
ওরা যে সারাদিন মল খেটে।
ওরা যে ফসল ফলায়।
তাতে মোদের খাবার জোটে।
ওরা পেটে গামছা বাঁধে।
ওরে ওরা যায় লাঙল কাঁধে।
ওরা ফলায় সোনার ধান।
ফলায় বেগুন আলু পটল,
ওদের ফসল বিকোয় না আজ,
ওদের মাথায় পড়ে বাজ
ওদের কথা সবাই গেল ভুলে।
ওরা ঋণের ফাঁদে জড়িয়ে আজ,
ওরাই দেখো পটল তোলে।
ওদের দুঃখে পশু পাখি কাঁদে।
ওরে ওরা যায় লাঙল কাঁধে।
ওদের মাথায় পড়ে লাঠি।
ওরা আজ ঘর ছেড়ে গেছে চলে,
আজ থেকে ওদের কথা বলে।
যেন ওদের পথে হাঁটি।
ওরা যে পড়েছে ভীষন ফাঁদে।
ওরে ওরা যে যায় লাঙল কাঁধে।

No comments:

Post a Comment