Sunday, 21 May 2017

নির্বাচন কমিশন ও জনগণ।

আমি আপনাদের অনুরোধ করছি যারা আমার ব্লগ দেখছেন দয়া করে মন্তব্য করুন। ভালো লাগলে অপরের সাথে শেয়ার করার অনুরোধ করছি।
আজ ইন্টারনেটের বিভিন্ন সংবাদ পত্রের নেট সংস্করণে পড়লাম যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল গুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে যে ইভিএম মেশিনে রিগিং করে দেখাতে। আমি সাধারণ মানুষ কোন দল করি না কিন্তু আমি জানি ওই রাজনীতি করা দল গুলো আমার জীবনের চলাফেরা থেকে শুরু করে সব জিনিস নিয়ন্ত্রণ করে। দেখা গেল মেশিনে কোন কারচুপি করা গেল না। তাহলে পশ্চিমবঙ্গের নির্বাচন দেড় মাস ধরে হল। জনগণ টিভির পর্দায় দেখল কেমন করে সব নেতা মন্ত্রীরা টাকা নিচ্ছে। সারদা রোজভ্যালি কান্ড দেখল। তবুও পশ্চিমবঙ্গের আমার মত বোকা জনগন গিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে এল। যদি হ্যাঁ হয় মিটে গেল না তবুও প্রশ্ন থাকে যেখানে ভোটের মেশিনের দুটি পাট ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট বা কাউন্টিং ইউনিট। যে কাউন্টিং ইউনিট গুলো 1ম দফায় ভোট এভাবে ভোট হতে হতে এক মাস দশ বারো দিন ধরে ভোট হলো। তার পর গননা। যারা পাহারা দিচ্ছিল তারা তো ভালো নিশ্চয়ই।।।কারণ কাউন্টিং ইউনিট কাগজের স্টিপ সীল করা থাকে ওই একই নাম্বারের স্টিপ ছাপাতে কতখন লাগে। আমার আরেক টি প্রশ্ন আছে যদি ভোট মেশিন ঠিক থাকে তবে যে সব সমবায় বা অন্য কোন সংস্থায় ব্যালটে নির্বাচন হচ্ছে বিরোধীরা কীভাবে জয়ী হচ্ছে।

No comments:

Post a Comment