Wednesday, 31 May 2017

আজকের দিনে সাধারণ গরীব মানুষের ভূমিকা।

গ্রাম গঞ্জে অনেক গরীব খেটে খাওয়া মানুষ আছে যারা সত্যিকারের জীবন যন্ত্রণা ভোগ করে বেঁচে আছে। অর্ধেকের বেশি মানুষের আয় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দিনের পর দিন না খেয়ে আধপেটা খেয়ে কোন রকম দিন কাটায়। সেই সব মানুষদের জন্য কী কেন্দ্র সরকার কী রাজ্য সরকার সে রকম কিছু ভাবে না। শুধু ভোট এলে প্রতিশ্রুতি দেন, যদি বা করেন যৎসামান্য। যেমন ধরুন দু টাকা কিলো দরে চাল সপ্তাহে মাথা পিছু ৫০০ গ্রাম। তাও সব গরীব মানুষ পায় না। ঐ কার্ড বেশিরভাগ বড়লোক বা ধনীর দখলে কারণ কার্ড বিলি করে শাসক দলের লোক দুর্গা দালান বা ক্লাবে বসে। যারা শাসকের বেশিরভাগ ক্ষেত্রে তারাই কার্ড পেয়েছে। আর যে আটা দেওয়া হয়। সে তো বলবার নয়। রাস্তার ধূলোর থেকে একটু সাদা আর লেখা আছে এক মাসের মধ্যে ব্যবহার করতে হবে। দিচ্ছে এক মাস পর বা দু এক দিনের মধ্যে মাস ফুরবে বা সেই দিন মাস ফুরবে। অনেক বলবেন আপনি এসব জানলেন কীভাবে আমার পাশের বাড়ির এক জন এনে যে গুলো পারছেন নিজেরা খাচ্ছে আর খারাপ হয়ে গেল ছাগলকে খাওয়াচ্ছে। হ্যাঁ এই প্যাকেট আটা দোকানে পাঁচ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। ধনী ব্যক্তি এনে বেশি দামে বিক্রি করছেন। সব খেতে পাক আর না সব অল্প শিক্ষিত বেকার কাজ পাক আর না পাক। কারণ পুরনো কারখানা বন্ধ হচ্ছে। নতুন কারখানা হচ্ছে না। কিন্তু ভোটের সময় সব দল এদের কাজে লাগাছে বোম আর বন্দুক শিল্পে কাজ দিয়ে। ভাই ভাই এর রক্তে হাত রাঙাছে কত মানুষের প্রাণ যাচ্ছে সে যাক তবুও তো ভোটে জিতছে। যারা এসব করছে তাদের একটা সান্ত্বনা আছে পুলিশ ধরবে না। ভোট এলেই গরীব খেটে খাওয়া নিরন্ন মানুষের রক্ত ঝরবে, তাতে কী? ভোট হবে নেতারা জিতবেন তাদের আঙুল ফুলে কলাগাছ হবে। কেমন সুন্দর ব্যবস্থা তাইনা

No comments:

Post a Comment