লেখার প্রথমে বলি কেউ যদি আমার ব্লগ দেখেন তবে মন্তব্য করুন। তবে ভালো লাগবে।
যে বিষয়ে এখন লিখতে যাচ্ছি সেটি অত্যন্ত জটিল। আর লিখছি কারণ কিছুক্ষণ আগে কলকাতা 24*7 একটি খবর পড়লাম একজন গৃহবধূ হত্যা ঘটনাটি খুব দুঃখজনক কারণ যার সন্তান বা কাছের লোক এই ভাবে অকালে চলে যায় সেই জানে ব্যথা কী। কিন্তু বর্তমানে আমাদের সমাজ হয়ে গেছে স্বার্থপর কেউ কারো জন্যে ভাবে না। যে যার সে তার নিয়ে ব্যস্ত। কাদের বুদ্ধিজীবি বলা হয়েছে বুঝতে পারছি না। কারণ যে মানুষ গুলো রিজানুরের রাস্তায় নেমে মোমবাতি মিছিল করে ছিল তাদের স্বার্থ রক্ষা হয়ে গেছে। সেই কাকের ছবি আঁকা লোকজনকে এসব ঘটনায় আর ভাবায় না। আর পুলিশ প্রশাসন আজ বলে নয় সেই স্বাধীনতার আগে থেকেই পরিচালিত হত বিট্রিশ দ্বারা আর এখন পরিচালিত হয় দল দ্বারা। সে যে সরকার আসুক যতই বদল হোক এর বদল হয়নি আর হবে বলে মনেও হয় না। আর বাঙালি জাতির মধ্যে এমন একটা মানসিকতা আছে যে অল্প খেটে বা না খেটে পয়সা রোজগার করব। সেই জন্য পণ প্রথা কিছু তেই যাচ্ছে না। প্রথম হয়তো বলছেন কিছু লাগবে না পরে এমন দাবি করেছেন যা অনেকের সাধ্যের বাইরে। এই প্রথার বলি হচ্ছে মেয়েরা। আগের সতীদাহ প্রথার নব রূপ। আর বাঙালিদের মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে স্বাধীনতার সময় বিট্রিশের মিলে আমাদের দেশের কতগুলো অবাঙালী ক্ষমতা লোভী নেতা। সেই যে মেরুদণ্ড ভাঙা হয়েছে তা আর সোজা হয় নি। আর হবে বলে মনে হচ্ছে না। কারণ সেই রত্নগর্ভা বাঙালি মায়ের আজ বড়ো অভাব।
This is a news blog. Here I write story, social incidents, political incidents, & my life history etc.
Saturday, 20 May 2017
আজকের দিনে সাধারণ মানুষের ভূমিকা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment