Monday, 15 May 2017

পলতাগড় গ্রামের রাম মন্দিরের ভেতরের ছবি।

যে ছবি দু’টি এখানে দেওয়া হচ্ছে ছবি দু’টি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত পল্তাগড় গ্রামের রাম মন্দিরের। স্থানীয় লোকজনের কথায় মন্দিরটি কয়েক হাজার বছরের পুরনো। তবে মন্দিরটির ভগ্ন স্তূপ দেখে মনে হয় কয়েক শতাব্দী পুরনো। আমারও খুব ছোট বেলায় শুনেছি পলতাগড় গ্রামের রাম মন্দিরের কথা। অবাক হবার কথা রাম মন্দির তো উত্তর প্রদেশের অযোধ্যায়। স্থানীয় লোকজন এই ভগ্ন স্তূপের উপর একটা ঘর করে রেখেছে। আর এখনো প্রতি বছর রাম নবমী তিথিতে এখানে রামের পূজো হয়।

No comments:

Post a Comment