Sunday, 25 November 2018

প্রাথমিক শিক্ষক দের বিচিত্র সব কাজ কর্ম।

আজ একটি অন লাইন নিউজ পোর্টালে পড়লাম।পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী তাঁদের দলের শিক্ষক সংগঠন। তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দের নিয়ে বৈঠকে বসেন। সেখানে তিনি বাম পন্থী শিক্ষক সংগঠনের মতো তার দলের শিক্ষক দের সরকারের সাফল্য প্রচার করতে বলেন। আমি এখানে প্রথমেই শিক্ষা মন্ত্রীর অবগতির জন্য জানাই, বামপন্থী বা সি পি আই এমের নিজস্ব কোনো শিক্ষক সংগঠন নেই। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বামেদের সমর্থন করে এসেছে, বা তাদের মধ্যে অনেক শিক্ষক বামেদের সমর্থন করে। এর একটা ইতিহাস আছে, কারণ নিখিল বঙ্গ শিক্ষক সংগঠন মাষ্টার দা সূর্য সেনের মতো নেতৃত্ব পেয়েছে। তখন সি পি আই এম পার্টি তৈরি হয়নি। তাহলে নিখল বঙ্গ শিক্ষক সমিতির অধিকাংশ শিক্ষক সমর্থন করে কেন? কারণ টা আপনিও জানেন, কিন্তু আপনারা মানেন না। আপনারা কেবল ভয় দেখিয়ে নিজের দলে নেওয়ার চেষ্টা করে চলেছেন। এভাবে বেশি দিন চলে না। তারাই আপনার দলে থাকবে যারা আপনাদের ভয় পায়। আপনি নিশ্চয়ই শুনেছেন ভয়ে ভক্তি, কিন্তু এই ভয়ে থাকা মানুষ গুলো যখন ভয় কাটিয়ে রুখে দাঁড়াবে তখন ক্ষমতায় থাকতে পারবেন তো! 

No comments:

Post a Comment