Thursday, 15 November 2018

যম পুরীতে বিশেষ অধিবেশন।

আজ যম পুরীতে বিশেষ একটা সভা হচ্ছে, অনেকে সেখানে উপস্থিত থাকবেন, মেছুনি গো ভুত কিছু বিখ্যাত মানুষ ভুত আর অন্যান্য ভুতে দের প্রতিনিধি। যমরাজ কেন সকল কে ডেকে এনেছেন তা যমরাজের মুখে শুনুন।
যমরাজ মেছুনি কে বললেন, "তুমি মর্ত্যে তোমার ভক্ত কে শত শত বর দিচ্ছ শুনলাম। একটা বর খুব অদ্ভুত, তুমি নাকি বর দিয়েছ, যে স্বর্গ থেকে মর্ত্য পর্যন্ত রেল লাইন পেতে দেবে। আবার বৈতরণি মানে আগুনের নদীর উপরে সেতু বানিয়ে দেবে। এসব বর দিয়ে তুমি নরক থেকে ভুতে দের মর্ত্যে মানুষ করে পাঠাচ্ছ। তুমি জানো অনেক দিন আগে ভুতে দের রাজা ছিল একজন মানুষ সে গুপি বাঘা কে বর দিয়ে ছিল। ওহে গুপি বাঘা তোমাদের কটা বর দিয়ে ছিল। কী কী বল তার জন্যে এখানে এসে তোমাদের কী করতে হয়েছে সব বল।"
গুপি বলল, "বাঘা তুই বল"  "কেন তুই বল না" না বাবা আর আমি কিছু বলব না। যদি আবার কাজ করতে হয় মর্ত্যে নিয়ে গিয়ে কষ্ট দেয়। ও আমি কিছু বলব না। আমি অনেক কষ্টে তোলা তুলে ঐ দেনা শোধ করতে পেরেছি।" " তুই একা আমি করিনি, ভুতের রাজা আমাদের তিন বর দিয়ে ছিল, প্রথম বর ছিল, পায়ে দিয়ে জুতো, হাতে দিয়ে তালি যেখানে খুশি যেতে পারি। দুনম্বর ছিল, যা চাইব তাই তাই আমারা খেতে পারি। তিন নম্বর ছিল, গলায় হবে সুর যেমন খুশি গাইতে পারি। এই জন্য এখানে এসে শুনি আমাদের খাবার দিতে আর যেখানে খুশি পাঠাতে, যমরাজের অনেক খরচ হয়েছে। সেটা আমাদের শোধ করতে হবে।না হলে নরকের কঠিন সাজা গরম তেলে ভাজা হবে। সেই জন্যই গো ভুত আর চিত্র গুপ্ত স্যার আমাদের ঘন ঘন মর্ত্যে পাঠিয়েছে, আধমরা কে মেরে তুলে আনতে। খালি পোশাকে ঐ আগুনে নদী পার হতে হয়েছিল। কত কষ্ট করে আমরা তোলা তুলে তুলে যমরাজের দেনা শোধ করেছি। " গো ভুত আমাদের খাটিয়ে মেরেছে, আমি আর মর্ত্যে যেতে চাই না।আমি আর বাঘা শিব লোক যেতে চাই, যমরাজ ও চিত্র গুপ্ত স্যার কথা দিয়েছেন। দেনা শোধ হলে শিব লোকে থাকার ব্যবস্থা করে দেবেন।"
যমরাজ বললেন এই যে ভানু না মরে জীবন্ত অবস্থায় এখানে এসে কত কাণ্ড করে গেল। তখন বলে ছিলাম তুমি এখন আমাকে কষ্ট দিচ্ছ দাও পরে এলে আমি ছাড়ব না। ভানু, দেহেন মহারাজ আপনে আমাকে অযথা দোষ দিচ্ছেন। আপনের লোকই ভুল করে আমাকে জীবন্ত নিয়ে এলো। আর দোষ হলো আমার দেহেন আপনাগো এই একটা দোষ নাই দেইখা আপনে তো কেবল আমার দোষ দেহেন । আপনের লোক ঐ ভুল টা করল কেন? যাউগা আপনে কহেন আমারে কেন ডাকছেন? যম রাজ বলল, " ভানু বাবু আপনাকে মর্ত্যে জণ্ম নিতে হবে। আপনার ঐ ষাঁড় ভোলা কে মর্ত্যে মেছুনি মর্ত্যে মানুষ করে পাঠিয়েছে। সে কারও কথা শুনছে না। যখন যা খুশি তাই বলছে, যা খুশি তাই করছে, কাউ কে মানে না। মর্ত্যে নির্বাচন এলে তো কথাই নেই, কাকে বোম মার বলছে, কাকে মিথ্যে কেস দিতে বলেছে। লাঠি সরকি নিয়ে ওর কথায়, সকলে দাঁড়িয়ে অন্য কাউকে নির্বাচনে নাম দিতে দেবে না। সেই জন্যই তোমাকে মর্ত্যে মানুষ করে পাঠানো, কারণ ভোলা তোমার কথা শুনবে। ভানু বলল, " আর যাই করেন মহারাজ আমাকে আর মর্ত্যে মানুষ জণ্ম নিতে বলবেন না ।
( চলবে ) 

No comments:

Post a Comment