Sunday, 25 November 2018

ফুটপথের অঙ্কন শিল্পী ।

আমি গত কাল সন্ধ্যায় সাড়ে ছটা নাগাদ সিঙ্গুর স্টেশনে নেমে একজন নাম না জানা অচেনা অতিথি শিল্পী কে দেখলাম ।যিনি আঁকা ও লেখায় দক্ষ, অনেকে তাঁর আঁকা ও লেখা দেখে দাঁড়িয়ে পড়ছে। মোবাইল ফোনে ছবি তুলছে, আমিও ছবি তুলেছি । লেখা কথা গুলো মনে হয় বানী। আর লিখছি না আরো দু একটা ছবি দিলাম।

No comments:

Post a Comment