আজ ডেইলি হান্ট নিউজ পোর্টালে, দেখলাম উত্তর দিনাজপুরের ইসলাম পুরে এক নেতার উপস্থিতি তে বোমা গুলি চলছে।মানুষ গুলি খেয়ে বোমা খেয়ে মারা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে, নেতা হাসি মুখে সভা করতে যাচ্ছে। আমি সাধারণ মানুষ কে বলব ভাই নেতা মন্ত্রীরা নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে ঘোরে। সাধারণ মানুষ কে উস্কে দিয়ে মজা দেখে, কারণ সাধারণ মানুষ মরলে ওদের কিছু যায় আসে না।ঐ সব নেতারা লুটে পুটে কোটি কোটি টাকার মালিক হয়। সুকান্তের বোধন কবিতার কটা লাইনের বেশ মিল আছে। "ওরা মুদ্রা গোনে কোটি কোটি, তোমার ঘরে আজ কঙ্কাল করোটি।" আম জনতা কে কুত্তার মতো কয়েকটি রুটির টুকরো ছুঁড়ে দিয়ে কাছে টানে হাতে তুলে দেওয়া হয় বোমা পিস্তল তোরা মারামারি করে মর। আমি মজা দেখি, সে তো জানে আমার কিছু করতে পারবে না। আমি নিরাপত্তা বলয়ে নিরাপদে থাকব। দু দিন আগে ঐ ইসলাম পুরে দু তিন জন ছাত্র গুলি বিদ্ধ হয়েছিল। দুজন ছাত্র মারাও গেছে সেই সব সন্তান হারা মা দের বুক ফাটা আর্তনাদ আজ সারা বাংলায় শোনা যাচ্ছে। আবার আজ একটি রাজনৈতিক দল বনধ ডেকেছে। এই বনধের চলা কালীন ঐ ইসলাম পুরে আজও আজিজুল না কি যেন নামে এক ছাত্র গুলি বিদ্ধ হয়েছে এটাও ঐ খবরের পোর্টালে পড়ছি, আবার এক বিরোধী দলের নেতার মৃতদেহ মিলেছে। রক্ত খাওয়া পিশাচ দল আজ সারা বাংলা জুড়ে নৃত্য করছে। রক্তের নেশায় কাল ভৈরবী তাণ্ডব চালাচ্ছে, বাদ বিচার নেই মানুষের রক্ত চাই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটা চিন্তা কি করে মানুষের রক্ত খাওয়া যায়। নির্বাচন এলে তো কথাই নেই, একটু যদি বিরোধীতা করেছে তাহলে তার বাঁচার অধিকার নেই। কারণ জানে একবার ক্ষমতা চলে গেলে, শেষের পরিনতি খুব একটা ভালো হব না। তাই যেমন করে হোক ক্ষমতা ধরে রাখতে হবে। ঐ সন্তান হারা মা দের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, আমি সেই সব সন্তান হারা মা দের বলছি, তোমাদের বুক ফাটা আর্তনাদ কখনও বিফলে যাবে না। বাংলায় আজ কাল ভৈরব আর কাল ভৈরবী নৃত্য করছে। রক্ত খাওয়ার নেশা তাদের শিরায় শিরায়, তাদের বিষাক্ত ছোবলে আজ মানুষ রক্তাক্ত। এর একদিন শেষ আছে, মানুষ মেরে মানুষের অন্ন কেরে নিয়ে। নিজে রাজ প্রাসাদে থাকব সেটা বেশি দিন চলতে পারে না। শেষের সে দিন ভয়ঙ্কর।
No comments:
Post a Comment