Sunday, 9 September 2018

(৭ম অংশ ও শেষ অংশ )দুর্গা ষষ্ঠী পূজার মন্ত্র ।পঞ্চ দেবতার পূজা ।

৩৮) পঞ্চ দেবতার পূজা :- ( পঞ্চ দেবতার পূজা পঞ্চ উপাচারে করবেন, গন্ধ, (চন্দন বা অগরু,) পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য)
পূজা ।
ক) গনেশের পূজা :- ধ্যান :- ওঁ খর্ব্বং স্থুল তনুং গজেন্দ্র বদনং লম্বোদরং গজাননম ।প্রসন্দম্মদগন্ধলোলুপ মধূপ ব্যালোল গণ্ডোস্থলম ।দন্তাঘাতে বিদারিতারি রুধৈরৈ সিন্দুর শোভাকরম ।বন্দে শৈলসূতা সূতং গনপতি সিদ্ধিপ্রদ কামদম ।
আহ্বান :- ওঁ ভূর্বস্ব গাং গনপতে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধস্ব ইহসন্নিরূধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব ।
পূজা :- গন্ধ :- (ফুলে চন্দন বা ফুল না নিয়ে কেবল অগরু ছিটিয়ে) বং এতেস্মৈ গন্ধাহং নম ।(তিন বার) এতধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম ।এতৎ সম্প্রদানায় ওঁ গাং গনেশায় নম ।শরীরং তে ন জনামি চেষ্টাং নৈব নৈব চ । ময়া নিবেদিতং গন্ধাহং প্রতিগৃহ্য বিলোপ্যতাম । এষো গন্ধ ওঁ গাং গনেশায় নম ।
পুষ্প :- বং এতেস্মৈ পুষ্পাহং নম ।( তিন বার) এতধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম ।এতৎ সম্প্রদানায় ওঁ গাং গনেশায় নম । ওঁ পুষ্পং মনরমং দিব্যং সুগন্ধি দেবনির্ম্মিতম ।হৃদয়াদ্ভূতমাঘ্রানেন দেবী দত্তং প্রতিগৃহ্যতাম। এষো পুষ্পং ওঁ গাং গনেশায় নম ।
ধূপ :- বং এতেস্মৈ ধূপাহং নম । ( তিন বার) এতধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম ।এতৎ সম্প্রদানায় ওঁ গাং গনেশায় নম ।ওঁ ধূপাহং বনোস্পতে রসো দিব্যং সুগন্ধাঢ্য ।ময়া নিবেদিতং ভক্তাং ধূপাহং প্রতিগৃহ্যতাম ।এষো ধূপ ওঁ গাং গনেশায় নম ।
দীপ :- বং এতেস্মৈ দীপাহং নম । ( তিন বার) এতধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম ।এতৎ সম্প্রদানায় ওঁ গাং গনেশায় নম ।অগ্নি জ্যোতিজূষ্যা রবিজ্যোতিশ্চন্দ্র জ্যোতিষ থৈব চ ।জ্যোতিষূত্তোম দীপাহং প্রতিগৃহ্যতাম ।এষো দীপ ওঁ গাং গনেশায় নম ।
নৈবেদ্য :- বং এতেস্মৈ নৈবেদ্যং নম ।( তিন বার) এতধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম ।এতৎ সম্প্রদানায় ওঁ গাং গনেশায় নম ।ওঁ আমান্নং ঘৃতসংযুক্তং নানা বস্তু সমন্বিতাম।। ময়া নিবেদিতং ভক্তাং নৈবেদ্যং প্রতিগৃহ্যতাম ।এতৎ নৈবেদ্যম ওঁ গাং গনেশায় নম ।
প্রণাম :- ওঁ এক দন্তং লম্বোদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমম্যহম ।
সুর্যের পূজা :- ধ্যান :- ওঁ রক্তাম্বুজ সনম শেষগুনৈকসিন্ধু ভানু সমস্ত জগতামধিপ ভজামি পদ্মদয়া বরাভয় দধাতন করব্জৈর্মাণিক্য মৌলিমরুনাঙ্গরুচিং ত্রিনেত্রাম
আহবান :- ওঁ শ্রী সূর্যায় ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধ ইহসন্নিরুদ্ধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব ।
পূজা :- গন্ধ :- ( গনেশ পূজার মতো কেবল "গাং গনেশায়" বদলে "ওঁ শ্রী সূর্যায়" বলতে হবে।)
পুষ্প :- ( গনেশ পূজার মতো কেবল "গাং গনেশায়" বদলে ওঁ শ্রী সূর্যায় বলতে হবে।)
একই ভাবে ধূপ /দীপ /নৈবেদ্য নিবেদন করে প্রণাম করবেন।
প্রণাম :-- ওঁ জবাকুসুম সংঙ্কাশনং কাশ্যপেয় মহাদ্যূতিম ।ধ্বন্তারিং সর্ব্ব পাপোঘ্নম প্রনোতস্মি দিবাকরম ।
নারায়ণ পূজা :-- ধ্যান :- ওঁ ধ্যায় সদা সবৃতমণ্ডল মধ্য বর্তী নারায়ণ। সরসিজাসন সন্নিবেষ্টিত কেয়ূরবান কনক কুণ্ডলবান কীরিটী হারি। হিরণ্ময়বপু ধৃত শঙ্খচক্র।
আহ্বান :-- ওঁ নারায়ণ শ্রী বিষ্ণবে ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধস্ব ইহসন্নিরূধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব ।
পূজা :--পূজা একই রকম কেবল দেবতার নামের স্থলে "ওঁ নারায়ণ শ্রী বিষ্ণবে ।" বলতে হবে।
প্রণাম :-- ওঁ ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদধীতায় কৃষ্ণা গোবিন্দায় নারায়ণ নমহস্তুতে।
শিবের পূজা :-- ধ্যান :-- ওঁ ধ্যায়ে নিত্যং মহেশং রজতগিরি নিভনং চারুচন্দ্র বতংসং রত্ন কল্প উজ্জ্বলাঙ্গ পরশু মৃগ বরা ভীতি হস্তং প্রসন্নম। পদ্মাসীন সমস্তাত স্তুতমরগৈনক ব্যাঘ্র কৃত্তি বসনাং বিশ্বদ্যাং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চ বক্তম ত্রিনেত্রাম ।
আহ্বান :-- ওঁ নম শিবায় ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধস্ব ইহসন্নিরূধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব ।
পূজা :-- একি কেবল "ওঁ নম শিবায়" বলতে হবে।
প্রণাম :-- ওঁ নম শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে নিবেদয়ামি ত্বং গতি পরমেশ্বর।
দুর্গা পূজা :-- ধ্যান :-- ওঁ কালাভ্রাভাং কটাক্ষৈরি কুলভয়দ্যাং মৌলিবধেন্দূরেখাং ।শঙ্খ চক্রং কৃপাণ ত্রিশিখমপি করৈরুদধ্ব হন্তীং ।সিংহ স্কন্ধাধিরুরাং ত্রিভুবন মখিলাং ধ্যায়ে দুর্গা জয়াখ্যাং ত্রিদশ পরিবৃত্তাং সেবিতাং সিদ্ধিকামৈ ।
আহ্বান :-- ওঁ হ্রীং দুর্গায়ৈ ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ট ইহতিষ্ট ইহসন্নিরুদ্ধস্ব ইহসন্নিরূধম অত্রাধিষ্ঠানং করু মম পূজাং গৃহান ভব ।
পূজা :-- আগের গনেশ পূজার মতো কেবল "ওঁ হ্রীং দুর্গায়ৈ নম" বলতে হবে।।
প্রণাম :-- ওঁ সর্ব্ব মঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বাথ সাধিকে স্মরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমহস্তুতে প্রধান পূজা :-- শুরুতে ধ্যান করে নেবেন। " ওঁ চতুর্ভুজং বিল্ব বৃক্ষ" তার পর ষোল উপাচারে বা পঞ্চ উপাচারে পূজা করবেন। ষোল উপাচার হলো ১) রজতাসন। এরপর স্বাগতম জানিয়ে নিয়ে। ২) পাদ্য ৩) অর্ঘ্য ৪)আচমনীয় ৫) মধুপর্ক ৬)পুনঃ আচমনীয় ৭) স্নানীয় ৮) বস্ত্র ৯) আভরণ ১০) গন্ধ ১১) পুষ্প ১২) ধূপ ১৩) দীপ ১৪)নৈবেদ্য
১৫) তাম্বুল ১৬) পুষ্প মাল্য ।( পঞ্চ উপাচার গনেশের পূজার সময় লেখা আছে। কেবল ওঁ বিল্ব বৃক্ষ বাসীনি দুর্গা য়ৈ নম বলতে হবে। পঞ্চ উপাচার ১)গন্ধ ২)পুষ্প ৩)ধূপ ৪)দীপ ৫)নৈবেদ্য)  পুষ্পাঞ্জলী দিয়ে তারপর আরতি করবেন সবার শেষে। পুষ্পাঞ্জলী :-- ( ব্রাহ্মণের) এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলী ওঁ বিল্ব বৃক্ষ বাসিনী দুর্গায়ৈ নম। (এই মন্ত্রে তিনবার অঞ্জলী দেওয়ার পর প্রণাম করবেন প্রণাম মন্ত্র পঞ্চ দেবতার পূজার ওখানে দুর্গার প্রণাম মন্ত্র। এরপর সর্ব সাধারণের পুষ্পাঞ্জলী হবে।)
সাধারণের পুষ্পাঞ্জলী :-- (হাতে জল নিয়ে) নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। (হাত জোর করে) নম অপবিত্র পবিত্র বা সর্বাস্থাং গতহোপিবা যৎস্মরেৎ পুণ্ডরিকাক্ষং স্ব বাহ্য অভ্যান্তর শুচি। মাধব মাধব বাচী মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব। সর্ব কার্যেষু মাধবম।
পুষ্প ও বিল্বপত্র নিয়ে :--এষো সচন্দন বিল্ব পত্র গন্ধ পুষ্পাঞ্জলী নম শ্রী শ্রী ভগবতী বিল্ব বৃক্ষ বাসিনী দুর্গায়ৈ নম। ( এই মন্ত্রে তিনবার) এবার প্রণাম মন্ত্র :- নম সর্ব মঙ্গল্য মঙ্গল্যে - - - - - - - -

আরতি :-- ( প্রতিটি জিনিস চরণে (কল্পিত চরণ) ৪ বার /কল্পিত দেহে তিন বার /কল্পিত মুখমণ্ডলে ৪ বার) আরতির বস্তু :পঞ্চ প্রদীপ /কর্পূর দানী /বিশেষ অর্ঘ্যের শঙ্খ জল /নতুন বস্ত্র বা গামছা /ধূপ /পুষ্প /চামর বা নতুন পাখা ( ষষ্ঠী পূজা সমাপ্ত। এরপর আমন্ত্রণ অধিবাস হচ্ছে, স্বত্ত্বি বাচনে অমুক কর্মানি স্থানে অধিবাস কর্মানি বলতে হবে। আর সংকল্প একই ভাবে পাল্টে ফেলতে হবে। আর প্রসস্তি পাত্র বা বরণ ডালার প্রতিটি দ্রব্যের মন্ত্র আছে -( গঙ্গা মাটি) কজ্জল /শিলা দীপ আরো কয়েকটা দ্রব্য নিয়ে তৈরি প্রসস্তি পাত্র। যদি সম্ভব হয় তাহলে কোনো বই দেখে পাঠ করে নেবেন না হলে। অনেন মহ্যা অস্য ওঁ হ্রীং দুর্গায় নম ।অনেন কজ্জল অস্য ওঁ হ্রীং দুর্গায় নম ।এভাবে করতে পারেন সব টাই হবে দেবী প্রতিমায়। শেষে হলুদ মাখানো সাদা সূত
নিয়ে তাতে আট বা সাত গাছা দূর্বা বেঁধে নিতে হবে আগেই সেই সূতা প্রতিটি প্রতিমার হাতে বেঁধে দিতে হবে। দেবীদের বাম হাতে আর দেব দের ডান হাতে। মন্ত্র "সূত্রমাং পৃথিবীং দাম্যনেহেসং অথবা সংক্ষেপে। অনেন মঙ্গল সূত্রে ন অস্য ওঁ হ্রীং দুর্গায় নম ।এই ভাবে কাং কার্ত্তিকেয় /গাং গনেশায় /শ্রীং লক্ষ্মী /ঐং সরস্বতী এই ভাবে সিংহ মহিষাসুর প্রভৃতি দেবদেবীর হাতে বেঁধে দিতে হবে আমন্ত্রণ অধিবাস শেষ হবে।)

No comments:

Post a Comment