আজ গ্রামের কথায় যে গ্রামের কথা লিখব সেটি তেলিপুকুর গ্রামের কথা। গ্রামের অবস্থান আগে বলি। গ্রাম টি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত একটি গ্রাম।
এই গ্রামে বিভিন্ন জাতির মানুষ বাস করেন।

হিন্দুদের চারটি বর্ণ আছে সব কটি বর্ণের মানুুষ বাস করেন এই গ্রামে ।গ্রামের প্রায় মাঝখান দিয়ে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ২নং জাতীয় সড়ক চলে গেছে। গ্রাম টি তে ঢোকার মুখে প্রাচীন শিব মন্দির। শোনা যায় এই শিব মন্দির বর্ধমানের মহারাজা কতৃক প্রদত্ত। বর্তমানে সেটি সংস্কার করা হয়েছে। এর অর্থাৎ শিব মন্দিরের উল্টো দিকে আছে একটি ক্লাব এবং শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তি। গ্রামের মধ্যে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় টি বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। কারণ এই গ্রামে কোনো উচ্চ বিদ্যালয় নেই, গ্রামের ছেলে মেয়ে দের উচ্চ শিক্ষার জন্যে অনেক দূরে যেতে হতো। গ্রামের ঐ বিদ্যালয়ের সঙ্গে গ্রামের বারোয়ারি, কালী পুজো দুুর্গা পূূজা হয়। আরো নানা রকম অনুষ্ঠান হয়। যাত্রা পাাল মেলা এই গ্রামে অধিকাংশ বাসীন্দা চাষবাস করে জীীবিকা নির্বাহ করেন। চাকুরি জীবি ও আছেন তবে কম। গ্রামে একটি চুল্লু শিল্প আছে যা বর্তমান পশ্চিমবঙ্গের দ্বিতীয় শিল্প। আর বুঝতে পারছেন যে হেতু জাতীয় সড়কের পাশে এখানে ছোট কয়েকটি কারখানা গড়ে উঠেছে। আবার চাঁদা বা তোলার চাপে বন্ধ হয়ে গেছে। জাতীয় সড়কের ধারে হোটেলে আছে। আর এই হোটেলে কি হয় সেটা নাই বললাম। যাহোক গ্রামটি সমৃদ্ধ।
No comments:
Post a Comment