ওরে গৌরে আজও একটা ব্রিজ ভেঙে পড়েছে। কাক দ্বীপের কালনাগীনি নদীর নতুন ব্রিজ তৈরী হচ্ছিল, সেই ব্রিজ ভেঙে পড়েছে। গৌর ” তার মানে এই নিয়ে কটা হলো। হরি. ” কেন পোস্তা, মাঝেরহাট, শিলিগুড়ি আর কাক দ্বীপ। ” শুনলি না কাল ট্রেনে আসতে আসতে, যে দুর্গা পুজো করার জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ হয়। আর বিরিজ সারাবার ৩ কোটি টাকা থাকে না।” কথা গুলো গ্রামের চায়ের দোকানে বসে হচ্ছিল। পল্টে কোথায় ছিল, আড়ালে বলে উঠল,” হরে কাকা আবার আরম্ভ করে দিলে। কেন টাকা বিরিজ সরাতে টাকা দেবে শুনি, বামেরা কিনা কি করে গেছে সেটা দিদি সারাবে কেন। ” হরি ” দেখ পল্টে তুই দিদি বলবি না, বাপের দিদি ওরো দিদি তুই পিসি বলবি।”. গৌর কেন নীল সাদা রং করলে নিশ্চয়ই ভাঙতো না। ” হরি. ” দূর মাঝেরহাট বিরিজ তো নীল সাদায় রং করা ছিল।” পল্টে. “. আবার বলছি বলবে না, বামেরা কি সব করে ছিল তার নেই ঠিক।”. হরি ” তুই আর বামেদের কথা বার বার বলিস না। দিদি যে নবান্নে বসে আছেন সেটাও বামেদের তৈরি। শুধু নীল সাদা রং করে নিয়েছে। আর বলব বামেদের অনেক কিছু আছে।
No comments:
Post a Comment