Saturday, 22 September 2018

রং তামাশা

নীল সাদা রং করলে কত কিছু হয়। একদিন হরি দা আর গৌর দা দুজনে হাটে হাটে জামা কাপড় বিক্রি করে মাল গস্ত করতে কলকাতায়  গেল। হরি ওরে গৌরে এতো নীল সাদায় ভর্তি। দূর গাধা তুই আজ দেখেছিস! নীল সাদা কাজ জানিস, একবার যদি কোথাও লাগাতে পারিস তাহলে অক্ষয় অমর চট করে নষ্ট হবে না। কোন কিছু ভেঙে পড়ে যাবে না। তাহলে ঐ মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ল ওটা তে নীল সাদা রং করে নি। করবে না কেন করে ছিল, তবে মনে হয় ভাগ টা. ঠিক হয়নি। ও তাই তা আমি বুঝতে পেরেছি। তুই শুনিস নি এখন আমাদের ওখানে মাষ্টার বলছিল, স্কুলের দেওয়াল ফেটে আছে, তাতে কী নীল সাদা রং করতে বলেছে বাইরের দিকে। কেন ভেতরে নয় কেন? আরে তুই বুঝিস না, বাইরের দিকে ঝড় ঝাপটা বেশি লাগে। তাই বাইরের দিকটায় লাগবে ওসব ফাটা দেওয়াল বুজে গিয়ে এমন কামড়ে ধরবে আর দেওয়াল পড়বে না। মাষ্টার বলল কি যে অনেক টাকা দিয়েছে। এক এক মিটার রং করার জন্য ৩ টাকা ৪৯ পয়সা। হরি "হ্যাঁ সে তো প্রায় দশ ফুটের কাছে, ও তো এক কিলো চূন হবে না।" " কে বলল ওতেই সব খরচ করতে হবে যারা কাজ করবে তাদের মজুরি সব খরচ।" এমন সময়ে পল্টে এলো " ও হরি কাকা কেমন আছো গো?" ভালো আছি তুই কি করতে এখানে? পল্টে " আমি তোমাদের ব্যবসা করছি।"গৌর " সে কিরে শেষ কালে জামা কাপড় বেচতে লেগেছিস। আমাদের বিক্রি বাটা নেই, পূজার তো আর বেশি দেরি নেই পনেরো কুড়ি দিন বাকি কাপড়ের দোকানে ভির নেই। " হরি " কি করে বিক্রি হবে, মানুষের হাতে টাকা পয়সা নেই। সরকারি কর্মী দের মাইনে বাড়লে তবে তো বাজারে টাকা পয়সা বাড়বে। " পল্টে    " না না ঐ শালাদের মাইনে বাড়িয়ে কি হবে, শালারা কাজ করে না অফিসে আড্ডা দিতে আসে। ওদের মাইনে বাড়িয়ে শালা দের ঠিক করেছে দিদি। "  হরি.   " ওরে গাধা সরকার টাকা ছেপে তোর আমার বাড়িতে দিয়ে যাবে। টাকা বাজারে আসবে কি করে। ".  " কেন এতো সব দিচ্ছে, ওতে হবে না। দিদি সবাই কে কন্যাশ্রী দিচ্ছেন, সাইকেল দিচ্ছে, চাল দিচ্ছে, আটা দিচ্ছে ।".  গাধা আমার দিদি তোরও দিদি, তোর পিসি হবে না। আর বললি না ক্লাব কে টাকা দিচ্ছে, পূজো করতে টাকা দিচ্ছে।.   ( ক্রমশ)
,

No comments:

Post a Comment