আমি এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যা হয়তো বাচ্ছা দের অঙ্ক শেখাতে সুবিধা হবে। অঙ্ক শিখতে সব বাচ্ছার খুব একটা ভালো লাগে না। কারণ অঙ্ক বিষয় টি তাদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়, যাতে তারা ভয় পায়। তাই এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে তারা ভয় না পায়। যদি প্রথমে কে জি ওয়ান বা প্রাক প্রাথমিকে এই ভাবে অঙ্ক শেখানো যায় তবে খুব ভাল ভাবে শিখতে পারে।
সংখ্যা পরিচয় :- সংখ্যা আর কিছুই নয় এক একটি প্রতীক বা ছবি। বাচ্ছা দের পাঠকাঠি /দেশলাই কাঠি বা অন্য কোন উপকরণ দিয়ে শেখানো যায়। আবার দাগ কেটে যেমন ---। একটা দাগ =১ /1 আবার ।। কাঠি বা কাঠি ২/2 এভাবে নয় পর্যন্ত শেখান। যে ছেলে বা মেয়ে এক ১/1 আঁক তে বা লিখতে পারছে না। তাকে " ক" এর আঁকরি কে হিসেবে শেখানো যায়। হ্রস্বই ( ই) কে মাথায় ঐ উর্নি না দিয়ে লেখানো যায়। আর
' ত' কে তিন ও দুটি শুন্য জুড়ে চার এবং ' উ' কে পাঁচ বা ছয়। এভাবে শেখানো হলে ভালো শিখবে।
এভাবে নয় পর্যন্ত শিখিয়ে। ফাঁকা জায়গা বা খালি স্থানের প্রতীক শূন্য 0 শিখতে বা লিখতে পারলে। ভবিষ্যতে তাকে যত বড়ো সংখ্যা লিখতে দেওয়া হোক সে সেটা সহজেই লিখতে পারবে।
এভাবে লিখতে দিন,। =১/1 ।।=২/2 ।।। = ৩/3
।।।।=৪/4 ।।।।। = ৫/5 ।।।।।।= ৬/6 ।।।।।।। = ৭/7 ।।।।।।।।= ৮/8 ।।।।।।।।।=৯/9 এভাবে দশটি কাঠি হলো এক দশ ।।।।।।।।।।।=১০/10 এভাবে পড়ান এক দশক শূন্য একক = এক দশ লেখান দ। এ
১। ০
এভাবে পড়ান এবং লিখতে দিন। যেমন
এক দশক এক একক = এক দশ এক = এগারো। যখন শিখে যাবে তখন পড়বে দুই /দু দশ দুই =বাইশ। কখনো দুয়ে শুন্য কুড়ি /তিনে শুন্য =ত্রিশ বলে পড়ান ঠিক নয়। এভাবে নয় দশক নয় একক = নয় দশ নয় = নিরানব্বই পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা ৯৯৯ পর্যন্ত কে জি ওয়ান থেকে কে জি টু বা প্রথম শ্রেণী পর্যন্ত পড়বে। তার সঙ্গে যোগ ও বিয়োগের নামতা পড়বে। গুনের নামতা নয়, যোগ ও বিয়োগের এককের ঘরের উত্তর সর্বদা নয় (৯/9) এর বেশি হবে না। বিশেষ করে যোগ খুব ভাল করে শিখবে না হলে, কোনো অঙ্ক ভালো করে কষতে পারবে না। কারণ বিয়োগ করতে হলেও যোগ করতে হয়। কীভাবে বলছি মনে করুন বিয়োগ করছে ৯ - ৫ =৪ এখানে পাঁচের সঙ্গে কত যোগ করতে হবে সেটা সে বার করছে এবং লিখছে। ব্যাপারটা একবার ভেবে দেখবেন যে পাঁচ এর সঙ্গে চার যোগ করলে তবেই নয়( ৯) সংখ্যা টি পাওয়া যাবে। যোগের নামতা।
১ ১ ১ ১ ১ ১ ১ ১
+১ +২ +৩ +৪ +৫ +৬ +৭ +৮
------ ---- ----- ---- ----- ------ ---- ------
২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯
--------------------------------------------------------------
২ ২ ২ ২ ২ ২ ২
+১ +২ +৩ +৪ +৫ +৬ +৭
----- ------ ----- ------ ------ ------ -----
৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯
-----------------------------------------------------
৩ ৩ ৩ ৩ ৩ ৩
+১ +২ +৩ +৪ +৫ +৬
------ ----- ------ ----- ----- ------
৪ ৫ ৬ ৭ ৮ ৯
------------------------------------------------
৪ ৪ ৪ ৪ ৪
+১ +২ +৩ +৪ +৫
------ ------ ----- ------ -----
৫ ৬ ৭ ৮ ৯
----------------------------------------
৫ ৫ ৫ ৫
+১ +২ +৩ +৪
------- -------- ------ --------
৬ ৭ ৮ ৯
-------------------------------------
৬ ৬ ৬
+১ +২ +৩
-------- -------- ---------
৭ ৮ ৯
--------------------------------------
৭ ৭
+১ +২
--------- ---------
৮ ৯
-------------------------------
৮
+১
-----------
৯
---------------
এই নামতা যখন আপনার বাচ্ছা টি কে পড়াবেন
সে যদি পিছিয়ে পরা বাচ্ছা ছট করে ধরতে পারে না। তাহলে তাকে শেখাবার জন্য আপনি নয় টি কাঠি নিয়ে শেখাবেন। আর ভালো করে শিখিয়ে দেবেন। নামতা টি পড়াবেন এই ভাবে, একে এক দিলে দুই হয়। একে দুই দিলে তিন হয়। বাচ্ছার হাতে একটি কাঠি আপনি আরেক টা দিন এক আর একে দুই হল। এভাবে আটের নামতা পর্যন্ত শেখাতে হবে। একই ভাবে বিয়োগের নামতা শেখাতে হবে। যার বিয়োগের ফল আটের বেশি হবে না। বিয়োগের নামতাতে হাতে নয় ৯ টা কাঠি দেবেন আর প্রথম একটা কাঠি কমাবেন। তারপর দু টি এভাবে করবেন। আর পড়াবেন নয় থেকে এক গেল রইল আট। এভাবে পড়াবেন।
৯ ৯ ৯ ৯ ৯ ৯. ৯. ৯
- ১ ---২ ---৩ --৪. - ৫ -৬. -৭. - ৮
------ ----- ------- ----- ---- —— —--- -----
৮ ৭ ৬ ৫ ৪. ৩ ২. ১
৮ ৭ ৬ ৫ ৪. ৩ ২. ১
------------——-----------—--------------------------
No comments:
Post a Comment