Wednesday, 10 October 2018

পশ্চিমবঙ্গের পুলিশ কাকে ভয় করে?

এই পুলিশ কে ভয় দেখাবে? কার এমন বুকের পাটা। এই পুলিশ ( কোলকাতার ও পশ্চিমবঙ্গ) এদের নাকি ভয় দেখাবে বা ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা। এদের যারা ভয় দেখানো এবং  সেই ভয়ে এরা জুজু হয়ে থাকে। তার কয়েক টা পরিসংখ্যান দিই ।লিখছি না আনন্দ বাজার পত্রিকায় বেড়িয়ে ছিল ।ছবি সহ দিচ্ছি,
এখানে দেওয়া ছবি সাথে লেখা গুলো একটু কষ্ট করে পড়ে নেবেন । এই পুলিশ ভয় পায় নেতা মন্ত্রী দের তাদের কথায় উঠে এবং বসে, কোনো নেতা মন্ত্রী যদি বলেন ওকে মিথ্যে কেস দিতে হবে। সঙ্গে সঙ্গে এক পায়ে খাঁড়া সে গাঁজার কেস হোক আর ডাকাতি কিম্বা শ্লীলতাহানি। দেহ ব্যবসা, খুন, চুরি, ছিনতাই নেতারা যাকে যেটা বলবে সেই কেস দেওয়া হবে। কেসের মালা পরিয়ে দেওয়া হবে, এটা এক নেতার ভাষণ। আর উপরে যে ছবি টি দেখছেন সেটা একটা নিউজ পোর্টাল থেকে নেওয়া, দাবি মতো দুর্গা পূজার চাঁদা দেয় নি বলে। দেহ ব্যবসার করেন এই কেস দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যদি মুরগি চুরি করে তবে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। আর ভাবুন কোটি কোটি টাকা আত্মসাৎ করেও দিব্যি জেলের বাইরে থাকা যায় ।কেউ কাউকে কিছু বলবে না, ভোট এলে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে টিভি চ্যানেল খবর দেখায়। কিন্তু কিছুই হয় না, যেই ভোট মিটে গেল আর সব মিটে যায়। জনগণের টাকা হরিরলুট দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ঘটি বাটি বেচে জমি বেচে তিন বছর পর ডবল টাকা পাবে বলে, টাকা রেখেছিল ও গেছে যাক। পুলিশ তখন চুপ, কোন কিছুই নেই তদন্তের নামে প্রহসন। কেন্দ্রীয় সংস্থার তদন্ত সে যে কবে শেষ হবে আদৌ শেষ হবে!! রবীন্দ্র নাথের নোবেল প্রাইজ চুরির তদন্ত সে তো জনসাধারণ জানতেই পারল না। ঐ চুরি কে করেছে টিভিতে দেখায় নি, কিন্তু অন্য চুরি! পুলিশ কাকে ভয় পায় দেখেছেন, আমাদের রাজ্যের মাননীয়া একটি অনলাইন নিউজ পোর্টালে বলছেন । ভুঁই ফোড় গুণ্ডাদের দল ভয় দেখাচ্ছেন। 

No comments:

Post a Comment