Wednesday, 10 October 2018

একটি বাচ্ছা ছেলে কে বাঁচাতে মানবিক আবেদন।

উপরের বাচ্ছার ছবি সহ যে রিপোর্ট টি দিয়েছি। বাচ্ছা টির নাম সৌনক বাগ হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত নন্দন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। বাচ্ছা টি জণ্ম গত থ্যালাসেমিয়া আক্রান্ত। এখন বাচ্ছা টির রক্ত দেওয়া ব্যবধান কমে একুশ দিন হয়েছে। বাচ্ছাটির বনম্যারো পাল্টেলে ও বাঁচবে। তার জন্যে প্রচুর টাকা খরচ এবং ওর সাথে মেলে এরকম বনম্যারো প্রয়োজন ।যা পরিবারের পক্ষে যোগার করা সম্ভব হচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা। বাচ্ছা টির বাঁচার ব্যবস্থা করে দিতে পারেন তবে আমি এবং ওর পরিবার ও বিদ্যালয়ের সকলে চিরকৃতজ্ঞ থাকব। বেশি কিছু লিখেছি না যোগাযোগ করুন বিদ্যালয়ের ঠিকানায়। নন্দন প্রাথমিক বিদ্যালয় সিঙ্গুর হুগলি পশ্চিমবঙ্গ। পিন ৭১২৪০৯। আরেক টি আবেদন যারা আমার এই সাইট দেখেন, তারা এই আবেদন টি বেশি বেশি শেয়ার করুন। প্রয়োজনে এই ফোন নম্বরে ফোন করুন 7980951395 

No comments:

Post a Comment