Wednesday, 24 October 2018

যে লঙ্কায় যায় সেই রাবন।

আমাদের মধ্যে একটা প্রচলিত প্রবাদ আছে যে লঙ্কায় যায় সেই রাবন হয়। সব পাল্টে গেল সকল বিষয় পাল্টে গেল তবুও আসলে কোনো পরিবর্তন হলো না। দেশের স্বাধীনতার পর থেকে মানুষের ভোটে গান্ধী পরিবার দেশ চালিয়েছেন। পঞ্চ বার্ষিকী পরিকল্পনা করে উন্নয়ন করা। সে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, শিল্প এবং পরিকাঠামো উন্নয়নের কাজ আরো অনেক কিছু। স্বাধীনতার পর দীর্ঘ দিন ক্ষমতায় থাকা সত্ত্বেও এখনো দেশের ৭০% মানুষ একবেলা খেতে পায় আর শিক্ষা অবস্থা ও না বলা ভালো। পরিকাঠামো সে তো অন্য রাজ্যে হলেও সেই সময়ে এই রাজ্যে হয়নি। কংগ্রেস পরিচালিত শেষ দুটো ইউ পি এ সরকার বামেদের চাপে পড়ে একশো দিনের কাজ প্রকল্প শুরু করে ছিল । আর পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল দেখিয়ে দিয়েছে কী করে করে ঐ টাকা ভোট ব্যাংক তৈরী করা যায়। কাজ না করে পয়সা তোর দু হাজার আমার তিন হাজার। এখন তো আরও মারাত্মক তোর একাউন্টে টাকা ঢুকেছে তুই কাজ করিস নি। টাকা তুলে আমাকে দিয়ে যাবি। মাঠের কাজের লোক জন নেই, যেখানে কাজ না করে পয়সা পাওয়া যাবে। সে খাটবে কেন, এতো একশ দিনের কাজের প্রকল্প । আরেক টা একদম শেষের দিকে চালু করতে ছেয়ে ছিল সবার খাদ্য প্রকল্প। সেটা করতে গিয়ে বি পি এল তালিকা তৈরি করতে হবে। কী বলা হলো গ্রামের একজন মানুষ যদি ছত্রিশ টাকা দৈনিক খরচ করতে পারে তবে সে বড়ো লোক সে বি পি এল নয়। আর শহরের জন্য হলো আট চল্লিশ টাকা খরচ করতে পারে তিনি বি পি এল নয়। বি জে পি এসে সবার খাদ্য প্রকল্প শুরু করে দিলেন । এ রাজ্যের বর্তমান সরকারের ভালো হলো। ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়ার নাম করে। যারা অন্নপূর্ণা যোজনায় দু টাকা কিলো চাল পাচ্ছিল তাদের মধ্যে অনেকেই বাদ গেলনা। কারা এলেন বা পেলেন যারা রেলে চাকরি করে স্কুল টিচার তারা। উন্নতি হয়েছিল কিছু শিল্প পতি ক্ষেত্র বিশেষে শিল্প করে ছিলেন। বেকার সমস্যার কিছু টা হলেও সমাধান হয়ে । তারা ছিলেন মনুফা লোভী সেই কারণে শিল্প কারখানার যন্ত্র পাতি যে আধুনিক করণ না প্রতি নিয়ত উৎপাদন বাড়িয়ে গেছেন। যার ফলশ্রুতিতে সে সব যন্ত্র ক্রমশ অকেজো হয়ে পড়েছে। আর অনেক কারখানা এজন্যই বন্ধ হয়ে গেছে। তার উপরে শ্রমিক সংগঠনের অসন্তোষ। আর বর্তমান শাসক তো শিল্প কারখানা তাড়িয়ে ক্ষমতা এসেছে। আর বর্তমান কেন্দ্রীয় সরকারের আচ্ছে দিন, কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের এ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি সব কোথায় কী? তাই ভারত বর্ষের কেন্দ্র ক্ষমতায় যে আসুক সে বি জে পি আর কংগ্রেস সব একই। যে ক্ষমতায় আসুক সেই রাবন বনে যান ।
সাধারণ মানুষ শুধু ভোট দিতে পারেন তাও সবার ভাগ্যে ঐ রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগে হয় না। ভয় দেখিয়ে মেরে বার করে দেওয়া হয়। কি আজব দেশ! 

No comments:

Post a Comment