Tuesday, 23 October 2018

পাঠক দের শারদীয়ার শুভেচ্ছা।

আমার মতো এই অখ্যাত কুখ্যাত লেখা যারা অনিচ্ছা সত্ত্বেও এক লাইন হলেও পড়েন সেই সকল পাঠক দের আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গা অশুভ শক্তি বিনাশ করে চলে গেলেন হিমালয়ের ঘর থেকে কৈলাসে। এবার শুভ এর সূচনা হোক। আমরা
আমরা আগামী কোজাগরী পূর্ণিমায় ভক্তি সহকারে ধনসম্পদের দেবী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রতী হই। মায়ের কাছে আমার প্রার্থনা সবার মঙ্গল করো মা। সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা সহ কোজাগরী পূর্ণিমায় শুভ ধনসম্পদে ভরে উঠুক । এই কামনা করি।
তোমা সবার মঙ্গল হোক ।

No comments:

Post a Comment