সনণ্মানীয় মুখ্যমন্ত্রীর কিছু কথা এবং বাংলার উন্নয়নে কিছু কাজ। আমরা পশ্চিমবঙ্গের অধিবাসীরা দেখছি পশ্চিম বাংলার গ্রামের অলি গলি রাস্তা ঢালাই হচ্ছে । সে ছ ফুট চওড়া করার কথা চার ফুট চওড়া হচ্ছে। ছয় ইঞ্চি দশ ইঞ্চি মোটা হয় তো ঢালাই হওয়ার কথা হচ্ছে পাঁচ ইঞ্চি ।দিদির ছোট ছোট ভাই আর ভাইপোরা কিছু টাকা তাদের চাই না, নাহলে কিসের উন্নয়ন। সেই জন্যই বাম আমলে তৈরি ঢালাই রাস্তা এখনও পাথর উঠে যায়নি আর এই আমলে তৈরি রাস্তা পাথর উঠে ভেঙে চলে যাচ্ছে। যাহোক উনি বলেছিলেন সোনার বাংলা গড়ে দেবেন। উপরের ছবি দেখে কি মনে হয়, সোনার বাংলা হবে। আরেক বার উনি বলেছিলেন বেশি করে সিগারেট খান সারদার টাকা ফেরত দিতে হবে। কী মনে হয় টাকা চুরি করল ওনার ভাই আর ভাইপোরা আর তিনি বললেন সিগারেট খান ট্যাক্স দিন। যারা আমার এই ব্লগ দেখন বা পড়েন তারা বলুন এবার কি জেলায় জেলায় মদের দোকান খুলে উন্নয়ন হবে। মানে পশ্চিমবঙ্গ বাসী তোমরা মদ খাও আমায় ট্যাক্স দাও ।যদিও এখন অনেক গ্রামের শিল্প হচ্ছে চুল্লু তৈরি। উনি এভাবে সোনার বাংলা করবেন মদ খাও বাড়িতে ঢুকে অত্যাচার করো, কিম্বা এখন একটা রেওয়াজ হয়েছে ভোট মিটল শাসক দল তৃণমূল জয় লাভ করে শুরু হয় মদ মাংসের ফোয়ারা যে যত পার খাও। খেয়ে বাড়িতে গিয়ে মা বউ বোন দের পেটাও তাদের উপর অত্যাচার কর। ছেলে মেয়ে না খেতে পেয়ে মরুক তুমি মদ খাও। ভোটের পর ঐ মদ মাংস উৎসবে ওরা বিনা পয়সায় মদ যোগাবে। আমাকে ক্লাব গুলো কে টাকা দিতে হবে না। কেউ সমালোচনা করবে না। বাংলার মা বোন দের বলছি "গোলাবী গ্যাং" সিনেমা দেখেছেন। ঐ ঘটনা কিন্তু বাস্তবে আছে উত্তর প্রদেশের না বিহারে কোনো এলাকায়। আপনারাও তৈরি হন লাঠি সোঁটা নিয়ে ওরা গোলাপ শাড়ি পরে করছে। আপনারা যে যার মতো করে একটা দল করুন আর আমদের এই মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা ব্যর্থ করে দিন, না হলে দেখবেন কোন দিন আপনার বাড়ির লোক মদ খেয়ে এসে অত্যাচার করছে। কিম্বা সংসার চালাতে পারছেন না সব টাকা মদে খরচ করে আসছে। কোথায় চুল্লু বা মদ বন্ধ করবেন বলে ক্ষমতায় এলেন, কারণ তখন বিষ মদ খেয়ে অনেকে মারা গিয়ে ছিল। মাননীয়া অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ছিলেন তার কোনো টাই রাখেনি। যেমন দার্জিলিং হবে সুইজারল্যাণ্ড, কোলকাতা হবে লন্ডন। প্রতি বেকার এর চাকরি, রেলের পক্ষ থেকে ছত্রিশ টা সুপার স্পেশাল হসপিটাল শ্রীরামপুর পর্যন্ত মেট্রো সিঙ্গুর থেকে নন্দী গ্রাম পর্যন্ত ট্রেন। আরো শত সহস্র প্রায় দশ বছর হতে চলল দিদি কেন্দ্রীয় সরকারের ঘোষণার সাথে সাথে রাজ্য কর্মী দের ডি এ। বামফ্রন্ট সরকার যা দেনা করে দেখিয়ে গেছে আপনি বার বার বলেন। ওটা কেন্দ্রীয় সরকারের কাছে বাধ্যতামূলক দেনা। আর আপনি এই ক বছরের মধ্যে বাজার থেকে কত টাকা ঋণ করে ছেন। একবার অন্তত সত্যি কথা বলুন । আর বেশি কিছু কিছু লিখেছি না। সকলে ভালো থাকুন, এই পূজো সকলের ভালো কাটুক ।
No comments:
Post a Comment